Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBSF Gold Biscuits Recover: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২.৪২ কোটির ৪০টি সোনার বিস্কুট...

BSF Gold Biscuits Recover: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ২.৪২ কোটির ৪০টি সোনার বিস্কুট উদ্ধার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বিএসএফ৷ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২.৪২ কোটি উদ্ধার করেছে৷ বিএসএফ জানিয়েছে, মোট ৪.৬ কেজি ওজনের ৪০ টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার৷ বিএসএফের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে৷

বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি চোরাকারবারীরা বাংলাদেশে থেকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ইছামতী নদি পেরিয়ে পাচারের চেষ্টা করছিল৷ সে সময়ই বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে সোনার বিস্কুট উদ্ধার করে৷ বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, বাজেয়াপ্ত সোনার বিস্কুটের মোট ওজন ৪.৬ কেজি (৪৬৬৫.৪২ গ্রাম)। যার আনুমানিক মূল্য ২,৪২,৩৬,৮৫৬/- টাকা।

সীমান্ত চৌকি ডোবারপাড়ার ১৫৮ ব্যাটালিয়নের কর্মীরা কর্তব্যরত অবস্থায় একজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে। জওয়ানরা তাকে থামতে বলে৷ কিন্ত বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারী তার গামছা ও লোহার দা ফেলে ঘন গাছপালা ভেদ করে ইছামতি নদি পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। ততক্ষণে বিএসএফের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। পাচারকারীর গামছা খোলার সঙ্গে সঙ্গে তা থেকে ৪০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি আইনি প্রক্রিয়ার জন্য পেট্রাপোল কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- Biman Banerjee: শুভেন্দু হুমকি দিয়েছেন, প্রমাণ আছে: দাবি বিমানের

দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ আধিকারিক ডিআইজি সুরজিত সিং গুলেরিয়া বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধ করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যে কারণে অপরাধের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছে। খারাপ উদ্দেশ্য নিয়ে চলা চোরাকারবারিদের কোনও ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, চোরাকারবারিদের প্রতিটি খারাপ উদ্দেশ্য সমাধানে বিএসএফ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে চোরাকারবারিদের পরিকল্পনা নস্যাৎ করা যায়। বিএসএফ গোয়েন্দারা প্রতিনিয়ত তথ্য সংগ্রহে নিযুক্ত রয়েছেন৷

RELATED ARTICLES

Most Popular