মারণ রোগের আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভরে। অনেক দিন ধরেই এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। শ্রীকান্ত কর্মজীবনে একাধিক হাইপ্রোফাইল মামলা লড়েছেন। সলমন খান থেকে শুরু করে সইফ আলি খান,শাইনি আহুজার সহ একাধিক বলিউড তারকার হাইপ্রোফাইল কেস করতে দেখা গেছে শ্রীকান্ত শিভরেকে। এছাড়াও হিরে ব্যবসায়ী ভরত শাহও তাঁর মক্কেল ছিলেন। বি-টাউনের বহু জটিল মামলার নিমেষে সমাধান করেছিলেন এই আইনজীবী। প্রসঙ্গত, ২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় জড়িয়ে ছিলেন বলিউড অভিনেতা সলমন খান। সে সময় বহুদিন ধরে সংবাদ- শিরোনামে ছিলেন এই বলিউড হিরো। দীর্ঘ ১৩ বছর ধরে চলেছিল সেই মামলা। অবশেষে বম্বে হাইকোর্ট সালমানের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল ঐ গাড়ি দুর্ঘটনায় সলমন কাউকে হত্যা করেননি। এই ঐতিহাসিক মামলায় সলমনের আইনজীবী ছিলেন প্রয়াত শ্রীকান্ত শিভড়ে। এছাড়াও ‘টুজি স্পেকট্রাম’ কান্ডে দুই অভিযুক্তের হয় আদালতে মামলা লড়েছিলেন এই আইনজীবী। বছরখানেক আগেও শিনা বরা হত্যাকাণ্ডে মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের হয়ে আদালতে মামলা লড়েছিলেন সে শিভড়ে। গ্রেফতারির চার বছর পর ২০২০ সালে অবশেষে জামিন পেয়েছিলেন পিটার।
Html code here! Replace this with any non empty text and that's it.