Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনবাংলায় অজয়ের ‘ময়দান’

বাংলায় অজয়ের ‘ময়দান’

Follow Us :

বাংলায় মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত মেগাবাজেট ফিল্ম ‘ময়দান’।গোটা দেশ জুড়ে এখন মাল্টি লিঙ্গুয়াল ফিল্মের দারুণ রমরমা।একদিকে যেমন একের পর এক দক্ষিণী ছবির হিন্দি ডাবিং ভার্সন মুক্তি পাচ্ছে।অন্যদিকে ঠিক তেমনই, হিন্দি ছবিও মুক্তি পাচ্ছে সবকটি দক্ষিণী ভাষায়।গোটা দেশ জুড়ে ভালো ব্যবসা করতে এমনটাই পদক্ষেপ নিচ্ছেন প্রযোজকরা।এবার বলিউড ছবি মুক্তি পেতে চলেছে বাংলা ভাষাতেও।কিছুদিন আগেই খবর মিলেছিল বাংলা ডাবিং ভার্সনে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র।এবার এই একই পথে হাঁটতে চলেছে অজয় দেবগণের পরবর্তী ছবি ‘ময়দান’-ও।শোনা যাচ্ছে ছবিটি বাংলা ডাবিং ভার্সন মুক্তিরও পরিকল্পনা করেছেন প্রযোজক বনি কাপুর।

কিন্তু কেন বাংলা ভাষায় মুক্তি পাবে ময়দান? ছবির গল্প ফুটবল খেলাকে কেন্দ্র করে।আধুনিক ভারতীয় ফুটবলের অন্যতম স্থপতি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের কাহিনি নিয়েই তৈরি হয়েছে ময়দান।ছবিতে সৈয়দ আবদুল রহিমের ভূমিকাতেই দেখা যাবে অজয় দেবগণকে।ফুটবল নিয়ে বাঙালির যে চিরন্তন লেগাসি তা গোটা বিশ্ব জুড়ে চর্চিত।

ফুটবল নিয়ে বাঙালির ইমোশনকে হাতিয়ার করেই বাংলার বক্সঅফিসে বাজিমাত করতে চান ‘ময়দান’-এর প্রযোজক বনি কাপুর।ছবিতে রুদ্রনীল ঘোষ,আরিয়ান ভৌমিক ছাড়াও আরও বেশ কিছু টলিতারকারও দেখা মিলবে।অমিত শর্মা পরিচালিত ‘ময়দান’-এ রয়েছেন গজরাজ রাও,প্রিয়মণিরাও।চলতি বছরের ৩জুন মুক্তি পাবে ছবি।

RELATED ARTICLES

Most Popular