Sunday, August 3, 2025
Homeবিনোদনবাজপেয়ী-র চরিত্রে নজর কাড়লেন পঙ্কজ ত্রিপাঠী

বাজপেয়ী-র চরিত্রে নজর কাড়লেন পঙ্কজ ত্রিপাঠী

‘ম্যায় অটল হু’-র টিজারে চমক অভিনেতার

Follow Us :

মুম্বই: বলিছবির জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), একাধিক আইকনিক চরিত্রের মাধ্যমে দর্শকদের প্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র চরিত্রে। ২০২৪-এ মুক্তি পেতে চলেছে ‘ম্যায় অটল হু’। ভারতের তিনবারের প্রধানমন্ত্রীর জীবনের কাহিনি ধরা দেবে এই ছবিতে।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। অটলবিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) এবং লালকৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani)-র কথোপকথন দিয়ে শুরু হয়েছে টিজার। শোনা গেল মুখের বিখ্যাত ডায়লগ, ‘দলোকে দলদল-কে বিচ এক কমল খিলানা হোগা।’ টিজার দেখে দর্শকরা বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা বলার ধরন থেকে পোশাক পরার কায়দা, পঙ্কজ যেন সাক্ষাৎ অটল।

আরও পড়ুন: রশ্মিকার ‘ডিপফেক ভিডিও’ মামলায় নয়া মোড়

জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক রবি যাদবের (Ravi Jadhav) পরিচালনায় তৈরি এই ছবি আগামী বছরের ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে। দর্শকমহলে ছবির টিজার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। প্রাথমিকভাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকীতে এই ছবি মুক্তির কথা ছিল কিন্তু এইসময়ে আরও অন্যান্য ছবি মুক্তি পাবে তাই ‘ম্যায় অটল হু’-র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39