সোশ্যাল সাইটে দারুণ সুখবর দিলেন সেক্রেড গেমসের গণেশ গাইতোণ্ডে ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।ফের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রদর্শিত হতে চলেছে তাঁর ছবি। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে জন্য নির্বাচিত হয়েছে অভিনেতার নতুন ছবি ‘নো ল্যাণ্ড’স ম্যান’। আমেরিকা ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি তৈরি করেছেন ওপার বাংলার খ্যাতনামা পরিচালক মোস্তাফা সারওয়ার ফারুকি। মুখ্যভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে অভিনয় করেছেন ইশা চোপড়া,মার্কিন অভিনেতা মেগান মিচেল ছাড়াও আরও অনেকেই।ছবির গানে সুর করেছেন এ আর রহমান।গত বছরই মুক্তি পেয়েছে নওয়াজের ছবি ‘নো ল্যাণ্ড’স ম্যান’। ২৬ তম বুসান চলচ্চিত্র উৎসবে হয়েছে ছবির প্রিমিয়ার।আরও একবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রদর্শিত হতে চলেছে ‘নো ল্যাণ্ড’স ম্যান’।
আগামী ৮ জুন থেকে শুরু হতে চলেছে সিজনি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে মোস্তাফা সারোয়ার ফারুকি পরিচালিত ‘নো ল্যাণ্ড’স ম্যান’। সোশ্যাল সাইটে সুখবরটি নিজেই জানিয়েছেন ছবির মুখ্য অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।
View this post on Instagram