করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।তাই স্টুডিও পাড়ায় বেড়েছে ফিচার ফিল্মের শ্যুটিংয়ের কাজ। এমনই একটি ছবির কাজ শুরু হল।পরিচালক অর্ণব মিদ্যার আগামী অ্যান্থলজিতে পরাণ বন্দ্যোপাধ্যায় ও লিলি চক্রবর্তীর কাজ শুরু হল। সঙ্গে অভিনয়ে হাতখড়ি হচ্ছে বাস্তবের ‘পরাণ বন্দোপাধ্যায়ের নাতনী পৃথা বন্দ্যোপাধ্যায়ের। নাতনীর সঙ্গে কাজ করে খুব খুশি অভিনেতা।
এই ছবিতেই দেখা যাবে জিতু কমল, সায়ন্তনী গুহ ঠাকুরতা এবং অবন্তিকা বিশ্বাস। রসগোল্লা ছবির পর আবার বড় পর্দায় দেখা যাবে এই প্রতিভা শালী অভিনেত্রীকে। শ্যুটিংয়ের নানা মজার ঘটনার সঙ্গেই ছবিতে নাতনীর সঙ্গে মজা করে সময় কাটাচ্ছেন।
ছবির গল্প নিয়ে মুখ না খুললেও পরিচালক জানান, সামাজিক পরিস্থিতিতে এই গল্প বলা হচ্ছে। দুই প্রজন্মের সম্পর্কের টানা পড়েন উঠে আসে এই ছবিতে। আপাতত ছবির শ্যুটিংয়ের কাজ চলছে। কিছুদিন আগেই টনিক ছবিতে ভেলকি দেখিয়েছেন পরাণ বন্দোপাধ্যায়। এই ছবিতে একদম অন্যরকম গল্পে রয়েছেন পরাণ বন্দোপাধ্যায়। এই বছরেই মুক্তির কথা এই ছবির