skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনস্পেনে 'পাঠান' এর শুটিং-ছবি ফাঁস

স্পেনে ‘পাঠান’ এর শুটিং-ছবি ফাঁস

Follow Us :

দীর্ঘ দিন বিরতির পর বলিউড বাদশা রুপোলি পর্দায় ফিরতে চলেছেন ‘পাঠান’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে বলিউড হার্টথ্রব দীপিকা পাড়ুকোনকে। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া,আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এই মুহূর্তে ছবির তারকারা সহ স্পেনে রয়েছে সম্পূর্ণ ইউনিট। কিন্তু সেখানকার শুটিং সেটের ছবি ফাঁস হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।শাহরুখের এই লুক ফাঁস হয়ে যাওয়ায় যথেষ্ট চিন্তায় রয়েছেন ছবির নির্মাতারা। ফাঁস হয়ে যাওয়া নেটদুনিয়ায় শাহরুখ খান-দীপিকার ছবি এখন ভাইরাল। সদ্য জন আব্রাহাম তার শুটিং শেষ করে স্পেন থেকে ফিরে এসেছেন।খলনায়কের ভূমিকায় আছেন অভিনেতা জন। ফাঁস হওয়া ওই সমস্ত ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের পরনে শুধু কার্গো প্যান্ট। তার সুঠাম দেহ সিক্স প্যাক অ্যাপস স্পষ্ট। মাথায় লম্বা লম্বা এলোমেলো চুল। তিনি হাতে কিছু একটা ধরে আছেন।চেহারায় রয়েছে প্রচন্ড ক্ষোভের প্রকাশ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরাম্যান ও ক্রুজের পাশে বসে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

তার পরনে রয়েছে লাল রংয়ের পোশাক। আরেকটি ছবি দেখে বোঝা যাচ্ছে এটি গানের শুটিংয় ক্যামেরাবন্দি হচ্ছে। নৃত্যশিল্পীদের খোলামেলা পোশাকে ছবিতে দেখা যাচ্ছে।শাহরুখের এই লোকের প্রশংসা করেছেন অনেক নেটিজেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিটি স্পেনে ১৭ দিনের শিডিউল নিয়ে গিয়েছে। সেখানেই ছবির শুটিং শেষ হওয়ার কথা। হিন্দি,তামিল, তেলেগু ভাষায় আগামী বছর ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গত ২ মার্চ মুক্তি পেয়েছে এই ছবির প্রথম টিজার। শাহরুখ খান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন জানি দেরি হয়ে গেল কিন্তু সময়টা মনে রাখবেন ‘পাঠান’ টাইম শুরু হলো। ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানকে। ‘পাঠান’ ছবির কুড়ি মিনিটের একটি ফুটেজ সালমানকে দেখিয়েছেন বলিউড বাদশা। সালমান ভিডিওটি দেখে মুগ্ধ। শাহরুখকে তিনি ফোন করে জানিয়েছেন এ ছবি ‘ব্লকবাস্টার’ হবে।

RELATED ARTICLES

Most Popular