ওটিটি প্ল্যাটফর্মে আসছে একতা কাপুরের রিয়েলিটি শো ‘লক্ আপ’।শো তে যে হোস্টের ভূমিকায় থাকবেন কঙ্গনা রানাওয়াত এমনটা আমরা জানিয়েছিলাম অনেক আগেই।শোনা যাচ্ছে,বলিপাড়ার ১৬জন কন্ট্রোভার্সিয়াল সেলিব্রিটি যোগ দিতে চলেছেন নতুন এই ওটিটি রিয়েলিটি শো তে।আর সেই তালিকায় কারা কারা থাকছেন সেই নিয়ে মুখে কুলুপ এটেঁছে টিম ‘লক আপ’।তবে সূত্রের খবর,১৬ জন বিতর্কিত সেলিব্রিটি প্রতিযোগীর তালিকায় থাকছেন মডেল অ্যাক্ট্রেস পুনম পাণ্ডে।নানা বিতর্কের জেরে পুনম যে রীতিমতো খবরে থাকেন তা বলাই বাহুল্য।আর সোশ্যাল সাইটের দৌলতে মডেল অভিনেত্রীর ফ্যান ফলোয়িংও কিন্তু অনেক বলিউড সেলিব্রিটিকেও লজ্জায় ফেলে দেবে।তাই কঙ্গনার শোয়ের প্রতিযোগীর তালিকায় পুনমের নাম শুনে নড়ে চড়ে বসেছে নেটিজেন।আগামী ২৭ ফেব্রুয়ারি থেকেই একসঙ্গে দুটি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে ‘লক আপ’-এর সম্প্রচার।
শুধুমাত্র নির্দিষ্ট সময়সূচী মেনেই নয়, 24×7 ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখলেই দেখা যাবে কঙ্গনার উপস্থাপনায় নতুন এই রিয়েলিটি শো।একদিকে হোস্টের দায়িত্বে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে শোয়ের প্রথম প্রতিযোগী পুনম পাণ্ডে।বাকি তালিকাও ক্রমশ প্রকাশ্য।সব মিলিয়ে একতার ‘লক আপ’ যে জমে যাবে তা বেশ স্পষ্ট।