Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsPSG : নুতন বছরে প্রথম গোল করেই ম্যাচের সেরা মেসি

PSG : নুতন বছরে প্রথম গোল করেই ম্যাচের সেরা মেসি

Follow Us :

নুতন বছরের এক মাস কেটে গেছে। পড়েছে দ্বিতীয় মাস। আর এই মাসের শুরুতে গোল পেলেন লিওনেল মেসি। রবিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিলেকে ৫-১ গোলে হারায় পিএসজি। দুটি গোল করেছেন দানিলো পেরেইরা। আর একটি করে গোল করেছেন কিমপেম্বে ও কিলিয়ান এমবাপ্পে। লিলের হয়ে ম্যাচের শুরুর দিকে একটি গোল করেছিলেন বোতম্যান। এ নিয়ে লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো পিএসজি। আগের মরশুমে এই লিলের কাছে এক পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা হাতছাড়া করেছিল পিএসজি।
ম্যাচে প্রথম একাদশে ছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচেও খেলেননি ব্রাজিল তারকা নেইমার। গোটা ম্যাচেই লিলের ওপর কর্তৃত্ব দেখিয়েছে পিএসজি।

ম্যাচের দশ মিনিটের মধ্যেই লিলের গোলরক্ষকের ভুলে পিএসজিকে এগিয়ে নেন দানিলো পেরেইরা (১-০)। কিন্তু ২৮ মিনিটে লিলেকে সমতায় ফেরান ভেন বোতম্যান। ডি মারিয়াকে কাটিয়ে গোললাইন থেকে বোতম্যানের উদ্দেশ্যে বল বাড়ান ভেন আরফা। সেখান থেকে বোতম্যানের শট গোলরক্ষক দোন্নারুম্মার নাগাল এড়িয়ে জালে চলে যায় (১-১)।

৩২ মিনিটে আবারও ম্যাচে এগিয়ে যায় পিএসজি। লিওনেল মেসির বাকানো কর্নারে বক্সের ভেতর থেকে বল বিপক্ষের জালে পাঠায় কিমপেম্বে (২-১)। ৩৮ মিনিটে পিএসজিকে তৃতীয় গোলটি করে আরও এগিয়ে দেন লিওনেল মেসি। বাম দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু লিলের দুই ডিফেন্ডার মিলে তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে তা তড়িঘড়ি ক্লিয়ার করতে গিয়ে বল চলে যায় মেসির পায়ে। তিনি এরপর বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিখুঁত চিপ শটে বল জালে জড়িয়ে দেন (৩-১)। নতুন বছরের প্রথম গোলেটি করে নিলেন আর্জেন্টিনার তারকা। এই গোলটি নিজে করার আগে সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন মেসি। এই নিয়ে পিএসজির হয়ে ষষ্ঠ গোল করলেন তিনি চলতি মরশুমে।

প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল পিএসজি। বিরতি পর আরও আক্রমণাত্মক মেজাজে শুরু করে মেসি-এমবাপ্পেরা। গোলও পেয়ে যায় । ৫১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার দানিলো পেরেইরা। লিওনার্দো পারেদেসের বাড়ানো বল বক্সের কোন থেকে ধরে চকিতে জোরালো শট নেন। বল জালে জড়ায় (৪-১)। ৬৭ মিনিটে পিএসজিকে পঞ্চম গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। মার্কো ভেরাত্তির বাড়ানো পাস পেয়ে বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন এই ফরাসি ফুটবলারটি (৫-১)।

এই জয়ে লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচ অপরাজিত পিএসজি। ২৩টি ম্যাচে ১৭টি জয় ৫ টি ড্রতে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মেসিরা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে দুইয়ে। আর সমানসংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে লিগ ওয়ানের এখনকার চ্যাম্পিয়ন দল লিলে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Sandeshkhali | 'ধর্ষণ সাজিয়ে চক্রান্ত?' সন্দেশখালির মহিলাদের 'ইউ-টার্ন'
03:00
Video thumbnail
Amit Shah | আজ ফের বঙ্গে অমিত শাহ, বীরভূম, আসানসোল, রানাঘাটে সভা
05:48
Video thumbnail
TMC | 'সাজানো, মিথ্যে, পরিকল্পিত চক্রান্ত', বিজেপির বিরুদ্ধে কমিশনে চিঠি তৃণমূলের
03:05
Video thumbnail
Abhishek Banerjee | আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা অভিষেকের
07:37
Video thumbnail
Modi-Mamata | রবিবার হাওড়ার আমতায় সভা প্রধানমন্ত্রীর, অন্যদিকে উলুবেড়িয়ায় সভা করবেন মমতা
02:10
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | একই দিনে, একই জেলায় সভা করবেন মোদি-মমতা
04:42
Video thumbnail
Top News | 'সবে তো শুরু, এখনও অনেক ভিডিয়ো বেরোবে', বিস্ফোরক শাহজাহান
47:42
Video thumbnail
Kirti Azad | কীর্তি আজাদের হয়ে জন সংযোগে খোকন দাস, দিলীপ ঘোষকে নিশানা বিধায়কের
03:28
Video thumbnail
Sandeshkhali | ভাইরাল ভিডিয়ো-র জন্য প্রাণহানির আশঙ্কা! হাইকোর্টে গেলেন গঙ্গাধর
01:11
Video thumbnail
Bhopal IT Raid | ভোপালে আয়কর আধিকারিদের অভিযান, তল্লাশিতে বাড়িতে মিলল বান্ডিলের পর বান্ডিল নোট
00:58