Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশুক্রবার দুর্যোগের ইঙ্গিত? কালবৈশাখীর সম্ভাবনা
Weather Update

শুক্রবার দুর্যোগের ইঙ্গিত? কালবৈশাখীর সম্ভাবনা

বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া, বজ্রপাতের আশঙ্কা

Follow Us :

কলকাতা: বিকেলের পরই বদলে যাবে আবহাওয়া। শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর (Kalboisakhi) পূর্বাভাস। কলকাতা সহ সব জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির (Thunderstorm Forecast) পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain Forecast)। কয়েকদিনের বৃষ্টির হাত ধরেই কমছে তাপমাত্রা।

শুক্রবার শহরের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনভর। তাপমাত্রা ৩২ থেকে ২২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। রাজ্যের ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। বেশিরভাগ জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ থাকবে। শুক্রবার বিকেলের পর কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। থাকবে বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। কংক্রিটের ছাদের নীচে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মহিলা কমিশন প্রধানের বিরুদ্ধে তদন্তের দাবি জানাল তৃণমূল

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। উত্তরবঙ্গের শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular