মহাশিবরাত্রিতে সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন প্রযোজক ভূষণ কুমার।স্বাধীনতা দিবসের আগে ১১ অগস্ট ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু ওইদিনই ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির দিন ধার্য করেছেন আমির খান।সেই কারণেই প্রযোজক ভূষণ কুমারকে আদিপুরুষ-এর মুক্তি স্থগিত করার আর্জি জানান মিস্টার পারফেকসনিস্ট।দীর্ঘদিন ধরেই ঝুলছে ‘লাল সিং চাড্ডা’-র মুক্তি,তাই আমিরের অনুরোধ মেনে নেন প্রযোজক।ছবির মুক্তি স্থগিত করা হলেও কবে মুক্তি পাবে আদিপুরুষ সেই নিয়ে কিছুই ঘোষণা করেননি প্রযোজক।অবশেষে মিলল সেই সুখবর।রামায়ণের কাহিনির উপর আধারিত ‘আদিপুরুষ’ নিয়ে গতবছর থেকেই দারুণ আগ্রহ রয়েছে প্রভাস ভক্তদের মধ্যে।চলতি বছরেই মুক্তি পাবে ছবি,এতদিন শোনা যাচ্ছিল এমনটাই জল্পনা।কিন্তু চলতি বছরে মুক্তি পাচ্ছে না ছবি।আগামী বছর ১২ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘আদিপুরুষ’।প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল সাইটে জানানো হল এমনটাই।
View this post on Instagram
ওম রাউত পরিচালিত এই ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা কৃতি স্যানন।পাশাপাশি রয়েছেন সানি সিং।লঙ্কেশ রাবণের চরিত্রে নজর কাড়বেন অভিনেতা সইফ আলি খান।মুক্তির খবর মেলার পর থেকেই আগামী বছরের অপেক্ষায় দিন গুনছেন প্রভাস ভক্তরা।