Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরShivaratri 2022: শিবরাত্রিতে ভক্তদের ঢল মন্দিরে, খুলল তারকেশ্বরের গর্ভগৃহ, ভিড় বক্রেশ্বরেও

Shivaratri 2022: শিবরাত্রিতে ভক্তদের ঢল মন্দিরে, খুলল তারকেশ্বরের গর্ভগৃহ, ভিড় বক্রেশ্বরেও

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শিবরাত্রি (Shivaratri 2022) উপলক্ষ‍ে দেশ জুড়ে ভক্তদের ভিড় শৈবতীর্থগুলিতে।রাজ্যসহ বারাণসী, একলিঙ্গেশ্বর, সোমনাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। মঙ্গলবারই খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। মন্দির উপচে পড়েছে ভক্তদের ভিড়ে। তারকেশ্বর মন্দির আবার স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা। এদিনই করোনাপর্ব কাটিয়ে পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে আসেন বক্রেশ্বর মন্দিরেও। অতীতের স্মৃতি ফিরিয়ে মেলা বসেছে মন্দির চত্বরেও।

করোনা পরিস্থিতিতে মন্দির খোলা থাকলেও গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি ছিল না। ফলে, গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছিলেন ভক্তরা। এভাবেই চলছিল পুজো।

বর্তমানে বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে করোনা পরিস্থিতি। রাজ্যের বেশিরভাগ মন্দিরই খুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তারকেশ্বর মন্দিরও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে, মন্দির খুললেও মেনে চলতে হবে করোনা বিধিনিষেধ। পরতে হবে মাস্ক।

আরও পড়ুন- Visva-Bharati: ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী, শুয়ে পড়ে ঘেরাও-মুক্তির চেষ্টা রেজিস্ট্রারের

প্রতিবছর শিবরাত্রিতে উপচে পড়া ভক্তদের ভিড় দেখতে পাওয়া যায় তারকেশ্বরে। বিগত কয়েক বছর ধরে করোনার কারণে তাতে ছেদ পড়েছিল। বিধিনিষেধ উঠতেই আবারও ওই একই ছবি দেখা গেল মন্দির প্রাঙ্গণে।

RELATED ARTICLES

Most Popular