Tuesday, August 5, 2025
Homeবিনোদনশারদোৎসবের জলসায় জমজমাট মার্কিন মুলুক

শারদোৎসবের জলসায় জমজমাট মার্কিন মুলুক

Follow Us :

শারদ উৎসবের জলসায় মেতেছে মার্কিন মুলুকও। প্রত্যেক বছরের মত বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতেছে দেশ-বিদেশের বাঙালিরা।পুজো শুরুর আগেই গানে-গানে মেতেছে মার্কিন মুলুক।এবছরের চমকের মধ্যে রয়েছে ২৫ বছর পর জয় সরকার, লোপামুদ্রা মিত্রের একসাথে কনসার্ট, ইমন চক্রবর্তীর পরপর টানা দশ বছর ইউএস‌ কনসার্ট । বাংলা ব্যান্ড ‘পৃথিবী’,অন্তরা নন্দী-র প্রথম ইউএস ট্যুর। সব মিলিয়ে ইউএসএ শারদোৎসব জমজমাট। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। জয় সরকার, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তীর এই সফরের প্রথম অনুষ্ঠান হয়ে গেছে। শ্রোতাদের ফিডব্যাক অসাধারণ বলে জানালেন এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় যিনি রয়েছেন সেই জোনাই সিং।।

আরও পড়ুন: মার্কিন পপতারকা টেলর সুইফটের বডিগার্ড ইজরায়েল সেনাতে

ইমন চক্রবর্তীর অনুষ্ঠান আছে আটলান্টা, ডালাস, কানসাস সিটি,নিউ জার্সি , লস এঞ্জেলেস সহ আরো অন্যান্য শহরে, অন্যদিকে জয় সরকার – লোপামুদ্রা মিত্র অনুষ্ঠান করবেন আটলান্টা, বস্টন, অস্টিন, টাম্পা, নিউ জার্সি সহ অন্যান্য শহরে, ভূমি অনুষ্ঠান করবেন আটলান্টা, কলম্বাস, বস্টন, মেরিল্যান্ড সহ নানা শহরে,অন্যদিকে অন্তরা নন্দী তাঁর প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন ডালাস , আটলান্টা, বস্টন, ভার্জিনিয়া শহরের মতো জায়গায়, পৃথিবী তাঁদের প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন নিউ জার্সি, হস্টন, সাউথ জার্সি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ইত্যাদি শহরে। লোপা এবং জয় পঁচিশ বছর পর মার্কিন পুজোর মঞ্চে অংশ নিচ্ছেন। যেখানে ইমান চক্রবর্তী তাঁর ইউএসএ ট্যুরের দশ বছর উদযাপন করছেন। বাংলা গানে ভূমির “চব্বিশ বছর”পূর্তি মার্কিন মঞ্চেও দোলা দেবে। অন্তরা নন্দীর মতো তরুণ শিল্পী বা ‘পৃথিবি’র মতো ব্যান্ডকেও প্রথমবারের মতো প্ল্যাটফর্ম দিচ্ছে প্রবাসী পূজা। লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার জানালেন, “শারদোৎসবের শুভেচ্ছা সবাইকে জানাই।আমরা ২৫ বছর পর আবার একসঙ্গে মার্কিন মুলুকে অনুষ্ঠান করছি। অনেক পুরনো স্মৃতি আছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39