Wednesday, October 29, 2025
Homeপাইরেসির ধাক্কায় সলমনের 'সিকন্দর' এর ৯১ কোটির ক্ষতি !

পাইরেসির ধাক্কায় সলমনের ‘সিকন্দর’ এর ৯১ কোটির ক্ষতি !

ওয়েব ডেস্ক: বলিউড সুপারস্টার সলমন খানের(Salman Khan) পরপর বেশ কয়েকটি ছবি বক্সঅফিসে সারা জাগানো তো দূরের কথা দু একটি ক্ষেত্রে প্রায় মুখ থুবড়ে পড়েছে। অবশেষে ভাইজানের ‘সিকন্দর'(Sikandar) এ বছরের ৩০ মার্চ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কিছুটা আসা জাগিয়েছিল।
এই ছবি নিয়ে সলমন নিজেও আশায় বুক বাঁধছিলেন। এই ছবির প্রযোজক নাদিয়াদওয়ালা সলমনের বহুদিনের পুরনো বন্ধু। কিন্তু এখন জানা যাচ্ছে ‘সিকন্দর’ বেশ বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তার একমাত্র কারণ পাইরেসি।এই বাইরের জন্য সবমিলিয়ে প্রায় ৯১ কোটি টাকা ক্ষতি(91 Crores Loss) হয়েছে প্রযোজকের।
বেশ কিছু অনলাইন পাইরেসি ওয়েবসাইটে ছবিটি আপলোড করা হয়েছিল। এই সমস্ত পাইরেটেড ভার্সনে এমন সব দৃশ্য ছিল যা মূল ছবিতে আদৌ ছিল না। অর্থাৎ প্রেক্ষাগৃহে বসে দর্শকরা এই সমস্ত দৃশ্য উপভোগ করতে পারেননি। যেমন ফ্ল্যাশব্যাক দৃশ্য এবং ধারাভি অঞ্চলে ছাত্র আন্দোলনের মতো বহু অংশ মূল ছবিতে ছিল না। আর এর ফলেই প্রায় ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অডিটে ধরা পড়েছে।


খুব স্বাভাবিক কারণেই সলমন ভক্তদের কাছে তাঁদের প্রিয় নায়কের ধারাবাহিক ব্যর্থতা যথেষ্ট বেদনাদায়ক।
উল্লেখ্য ২০০ কোটি টাকা বাজেটের ‘সিকন্দর’ মুক্তি পেয়েছিল গত ঈদের সময়।
সব মিলিয়ে ভারতীয় বাজার থেকে ছবিটি তুলতে পেরেছে মাত্র ১০৩.৪৫ কোটি টাকা। প্রাথমিকভাবে অনেক প্রত্যাশা জাগালেও বলিউডে সর্বকালের অন্যতম ফ্লপের তকমা পেয়েছে সলমনের এই ছবিটি। যদিও স্যাটেলাইট রাইট ও অন্যান্য কিছু থেকে আরো কিছু রোজগার হতে পারে। তবে সালমানের মতো হাইপ্রোফাইল বলিউড তারকার কাছে সেটা একেবারেই নগণ্য।
তাই ক্ষতি সামলাতে নাদিয়াদওয়ালার প্রযোজক সংস্থা বীমা সংস্থার কাছে ক্ষতিপূরণ এর জন্য আবেদন জানিয়েছে।

Read More

Latest News