Sunday, August 3, 2025
Homeবিনোদনপশুদের গায়ে রং দিলে হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি তথাগতর
Tathagata Mukherjee

পশুদের গায়ে রং দিলে হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি তথাগতর

রঙের উৎসবে চারপেয়ে বন্ধুদের দূরে রাখার অনুরোধ তথাগতর

Follow Us :

কলকাতা: রাত পোহালেই রঙের উৎসব (Dolyatra 2024)। ইতিমধ্যেই রঙের উৎসবের আনন্দে মেতে উঠেছে অনেকেই। কিন্তু আমাদের আনন্দের এই উৎসবের মধ্যেই বিষাদের ছায়া নেমে আসে চারপেয়ে পশুদের উপর। জেনে বা না জেনে অনেক সময়ই পশুদের গায়ে রং লাগিয়ে দেয় অনেকেই। মানুষের এই মানসিকতা নিয়েই এবার সরব হলেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৮)

সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগতর সাফ বক্তব্য, এবার দোলে রং নিয়ে অঢেল আনন্দ করুন, কিন্তু চারপেয়ে বন্ধুদের দূরে রাখুন আপনার রংয়ের উৎসব থেকে। সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে অভিনেতা বললেন, দোল খেলবেন, আনন্দ করবেন, একে অপরকে রং লাগাবেন, আবির মাখাবেন, যাই করুন না কেন শুধু একটা কথা মাথায় রাখবেন বাড়ির যে পোষ্যটি রয়েছে কিংবা রাস্তায় যে আমাদের পারিয়া বন্ধুরা রয়েছে তাদের গায়ে যেন রং দেবেন না। কারণ ওদের ত্বক খুবই স্পর্শকাতর। এর থেকে স্কিন ডিজিজ হতে পারে। ইচ্ছাকৃত ভাবে যারা পথপশুদের গায়ে রঙ লাগানোর ফন্দি করছেন তাদের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন পরিচালক। তিনি জানালেন, “কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ জানিয়ে দিয়েছে যারা যারা এবার পথপশুদের উপর অত্যাচার করবে তাঁদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওদের গায়ে কোনওরকম রং লাগাবার আগে দ্বিতীয়বার ভাববেন কারণ এবার কিন্তু পুলিশ কড়া ব্যবস্থা নেবে।”

 

পথকুকুরদের নিয়ে একাধিকবার কথা বলতে দেখা গেছে তথাগতকে। নিজের সিনেমা ‘পারিয়া’-তেও তাদের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেছেন তিনি। ‘পারিয়া’-তে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয় বিশেষ নজর কেড়েছে দর্শকদের।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39