২০২৩এর ওটিটি বিনোদনের অন্যতম আকর্ষণ হতে চলেছে পরিচালক রোহিত শেট্টির ডেবিউ ওযেব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স।রোহিতের অ্যাকশন কপ থ্রিলার সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও শিল্পা শেট্টি। পাশাপাশি দেখা যাবে অভিনেতা বিবেক ওবেরয়কেও।সদ্যই নিজের নতুন ওয়েব সিরিজ ধারাভি ব্যাঙ্ক-এর প্রমোশনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাথিয়া খ্যাত অভিনেতা।পরিচালক রোহিত শেট্টির সিনেমা মানেই ছবি জুড়ে ধুন্ধুমার অ্যাকশন যার সঙ্গে বাস্তবের কোনও মিলই নেই।অ্যাকশনে সিক্যুয়েন্সের জন্যই দর্শকমহলে জনপ্রিয় রোহিতের ছবি।ইন্ডিয়ান পুলিশ ফোর্সেও থাকছে জমজমাট অ্যাকশন,তার আভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন পরিচালক।কিন্তু ওটিটির দর্শক কি রোহিতের ছবির ঘরানাকে পছন্দ করবেন?সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই মুখোমুখি হয়েছিলেন বিবেক ওবেরয়।রোহিত শেট্টির ভূয়সী প্রশংসা করে অভিনেতা জানিয়েছেন,ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এর ফিল্মমেকিংয়ে যেমন রোহিত শেট্টির নিজস্ব সিগনেচার স্টাইল রয়েছে।ঠিক তেমনই রয়েছে রিয়েলিটিও।ওটিটির জন্য ফিল্মমেকিংয়ের ভাষায় পাল্টে ফেলেছেন পরিচালক।রোহিত শেট্টি অনেক প্যাশন নিয়ে ইন্ডিয়ান পুলিশ ফোর্স তৈরি করছেন।যা দর্শকের পছন্দ হবেই।আগেভাগে জানাচ্ছেন বিবেক ওবেরয়।
আরও পড়ুন – Bholaa Teaser Comming On Tommorow : আসছে ‘ভোলা’-র টিজার
পাশাপাশি রোহিতের সিরিজের অন্যতম কপ জানিয়েছেন,চারবছর পরিশ্রম করে ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এর চিত্রনাট্য তৈরি করেছিলেন রোহিত শেট্টি।প্রথম সাক্ষাতে পরিচালক বিবেককে বলেন,তিনি একটি ওয়েব সিরিজ তৈরি করতে চান।যেটির চিত্রনাট্য তৈরি করতে চার বছর সময় নিয়েছেন।সিরিজে একটি চরিত্রের জন্য বিবেককেই ভেবেছেন তিনি।রোহিত তাঁকে চিত্রনাট্য পড়ে দেখার অনুরোধ করেন এবং মতামত জানাতে বলেন।চিত্রনাট্য পড়েই রোহিতের ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এ কাজ করতে রাজি হয়ে যান বিবেক ওবেরয়।পাশাপাশি বেশ কিছু বিষয়ও পরিচালকের নজরে আনেন।
আরও পড়ুন – Alia Bhatt : প্রকাশ্যে আনতে হবে মেয়ের ছবি,আলিয়ার কাছে আবদার নেটদুনিয়ার