হৃত্বিক রোশন ও ঐশ্বর্য রাই বচ্চনের জনপ্রিয় ছবি ‘যোধা আকবর’ বলি-দর্শকদের বহুদিন মনে থাকবে। এই ছবিতেই ঐশ্বর্যর দাদার চরিত্রে অভিনয় করেছিলেন সনু সুদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সনু বলেছেন, এই ছবিতে কাজ করার পর থেকে ঐশ্বর্যর সঙ্গে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয় তার। এই ছবিতে একটি মাত্র সিনে অভিনয় করেছিলেন সনু। প্রসঙ্গত বচ্চন পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কোন না কোন ছবিতে অভিনয় করেছেন সনু সুদ। ‘বুড্ডা হোগা তেরা বাপ’ কিংবা ‘যুবা’ ছবিতে যথাক্রমে অমিতাভ বচ্চন ও অভিষেকের সঙ্গে সনু কাজ করেছেন। ওই সাক্ষাৎকারে জানিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে পেরে তিনি যথেষ্ট খুশি হয়েছিলেন। একইরকমভাবে যোধা আকবর ছবিতে ঐশ্বর্যের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সনু। ছবিতে একটিমাত্র সিনে তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। অমিতাভের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘অমিতজির সঙ্গে আমার প্রথম সিন ছিল তাকে আমাকে ধাক্কা মারতে হবে। আমি আমার পরিচালককে বলি যে মানুষটিকে দেখে আমি বড় হয়েছি তাকে কিভাবে আমি ধাক্কা দেব’! সমীর কোথায় অমিতাভ বচ্চন সিনেমার জন্যই তৈরি এক ব্যক্তিত্ব। সিটি এসে তিনি কখনও ভ্যানিটি ভ্যানে বসে থাকেন না। সবার সঙ্গে বসে থেকেই নিজের সংলাপ রিহার্স করতে থাকেন। অভিষেক সম্পর্কেও সনু খুব উচ্চ ধারণা পোষণ করেন। অভিষেককে ‘শান্ত-সৌম্য’ বলে অভিহিত করে। ঐশ্বর্য প্রথমদিকে খুবই কম কথা বলেন এবং মার্জিত। কিন্তু জানাশোনা বেড়ে গেলে খুব ভালো ভাবে মিশতে জানেন। সেই কারণে যোধা আকবর ছবিতে তার সঙ্গে একটিমাত্র সিনে থাকলেও সনুকে তিনি নিজের ভাইয়ের মতন মনে করেন। কারণ বলি সুন্দরী শুটিংয়ের সময় সনুকে বলেছিলেন, ‘তোমাকে দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়’।
Html code here! Replace this with any non empty text and that's it.