Sunday, July 27, 2025
Homeবিনোদনআগামী বছর ওটিটিতে ‘দ্য আর্চিস’

আগামী বছর ওটিটিতে ‘দ্য আর্চিস’

Follow Us :

বিশ্ববিখ্যাত কমিকস ‘আর্চি’ এবার সিনেমার কাহিনিতে।জনপ্রিয় এই কমিকস সিরিজ নিয়ে যে ছবি তৈরি করবেন জোয়া আখতার এমন জল্পনা শোনা গিয়েছে অনেক আগেই।চলতি বছরেই ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন পরিচালক।অবশেষে হয়ে গেল ছবির আনুষ্ঠানিক ঘোষণাও।জোয়া আখতার পরিচালিত এই ছবির নাম ‘দ্য আর্চিস’।যাতে মুখ্যভূমিকায় অভিনয় করবেন বলিপাড়ার তিন মোস্ট ওয়ান্টেড স্টারকিড।আর্চির চরিত্রে নজর কাড়বেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, ভেরোনিকার ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ ও গৌরী খানের মেয়ে সুহানা খান এবং বেটি কুপারের চরিত্রে দেখা মিলবে শ্রীদেবী তনয়া খুশি কাপুরের।পাশাপাশি এই টিনএজ লাভ স্টোরি ফিল্মে দেখা যাবে মিহির আহুজা,ডট,যুবরাজ মেণ্ডা,বেদাঙ্গ রায়না ছাড়াও আরও অনেককে।‘দ্য আর্চিস’-এর প্রথম পোস্টারের পাশাপাশি এদিন প্রকাশ্যে এসেছে ছবির টিজারও।

আর তারপরই গোটা বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।যদিও এখনই ছবি দেখার কোন সম্ভাবনা নেই।কারণ ২০২৩সালে একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’।তবে ইতিমধ্যেই যে ছবি দেখার অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছেন সিনেপ্রেমীরা তা বলার অপেক্ষা রাখে না।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39