Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsThomas Cup 2022: ইতিহাস গড়ে ৭৩ বছরের টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ভারত

Thomas Cup 2022: ইতিহাস গড়ে ৭৩ বছরের টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে ভারত

Follow Us :

ইতিহাসের পর ইতিহাস গড়ে এগিয়ে চলা! কোয়ার্টার ফাইনালে জিতে ছুঁয়েছিল ৪৩ বছর আগের ইতিহাস। সেমি ফাইনালে পৌঁছে যাওয়ার নজির। আজ, শুক্রবার ডেনমার্ককে হারিয়ে এই প্রথমবার থমাস কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।

সেমিতে মালয়েশিয়া (৩-২)কে হারানোর পর বিশ্বের আরেক শক্তি ডেনমার্ককে সরিয়ে (৩-২)পুরুষ দল নজর কেড়ে নিয়েছে। রবিবার ফাইনালে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এই দল জাপানকে অন্য সেমি ফাইনালে (৩-২) হারিয়ে সোনা জয়ের লড়াইয়ে নামবে। সোনা – নাকি রূপোর পদক , কোনটা দখল করেন কিদাম্বি – প্রণয় – লক্ষ্যরা তারই অপেক্ষা।

থমাস কাপ ( Thomas Cup 2022) ফাইনালে পৌঁছে গেল টিম। সেমি ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেনমার্ককে ৩-২ ম্যাচে হারিয়ে আরও বড় নজির গড়ার পথে এগিয়ে গেছে ভারত।

ব্যাংককে চলছে এই টুর্নামেন্ট। আগের ম্যাচের মতোই, ভারতের এইচ এস প্রণয় তৃতীয় সিঙ্গলস খেলতে নেমেছিলেন। এটাই ছিল কোন দল ফাইনালে যাবে, তা নিশ্চিত করার ম্যাচ। প্রণয়ের প্রতিপক্ষ ছিলেন রস্মুস গেমকে । শুরুটা ভালো
না হলেও, ভারতীয় শাটলারের দাপট ছিল বেশি। প্রণয় প্রথম গেম হাতছাড়া করেন ১৩-২১ পয়েন্টে। কিন্তু এরপর ২১-৯ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে সমতায় ফেরান। আর ২১-১২ পয়েন্ট দিয়ে তৃতীয় গেম আর ম্যাচও জিতে নেন। এর আগের ২ টি ডবলস আর ২ টি সিঙ্গলস দুটি দলই সমানে সমানে টক্কর দেয় (২-২)।

ভারত এর আগে ৩ বার এই টুর্নামেন্টের সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছে ছিল। ১৯৫২, ১৯৫৫ আর ১৯৭৯ সালে। সেই সময় নিয়ম ছিল, ফাইনালে খেলা দুটি দলই কেবল পদক জিতবে। এখন নিয়ম বদলেছে। এবার সেমি ফাইনালে পৌঁছে ভারত ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত করে ফেলেছিল। আর সেটাই আত্মবিশ্বাসের সলতেতে আগুন ধরিয়ে দেয়।

( বিস্তারিত খবর পরে…)

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular