কলকাতা: যুদ্ধের কবলে পড়ে সুদানের (Sudan) খারতুম প্রদেশে (Khartoum State) গত ১৪ মাসে অন্তত ৬১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটেন এবং সুদানের গবেষকদের এক নতুন গবেষণা বলছে, আগে যা হিসেব করা হয়েছিল, মৃত্যুর সংখ্যা তার থেকে অনেক বেশি। কেবলমাত্র হিংসার বলি হয়েছেন প্রায় ২৬,০০০ জন, যা রাষ্ট্রপুঞ্জের আগের তথ্যের থেকে অনেক বেশি। এছাড়া অনাহার এবং রোগের কবলে পড়ে মৃত্যু তো আছেই।
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সুদান শাখার গবেষকরা এক নতুন রিপোর্ট প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, অনাহার এবং রোগ দিন দিন মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। খারতুম প্রদেশে মৃত্যুহার দেশের গড় হারের থেকে অন্তত ৫০ শতাংশ বেশি। এই গড় হারের হিসেব অবশ্য ২০২৩ সালের, তখন সুদানে সামরিক এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধেনি।
আরও পড়ুন: প্রবীণ ট্রাম্পের প্রশাসনে তারুণ্যের ছড়াছড়ি, জানুন কারা আসছেন?
রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, দুই বাহিনীর দ্বন্দ্বের ফলে ঘরছাড়া হয়েছেন সুদানের ১.১০ কোটি মানুষ। অন্তত ২.৫ কোটি মানুষের সাহায্যের প্রয়োজন, কারণ যুদ্ধের সঙ্গেই থাবা বসিয়েছে দুর্ভিক্ষ। মৃতের সংখ্যা গোনাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ মৃত্যুর হিসেব রাখা হাসপাতাল, মর্গ, কবরস্থানের সঙ্গে মানুষের যোগাযোগ ছিন্ন করে দিয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। টেলি-কমিউনিকেশন এবং ইন্টারনেট পরিষেবা বারবার বিপর্যস্ত হয়েছে, ফলে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।
দেখুন অন্য খবর: