কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বুধবার সপ্তম দিনে পড়ল৷ ইউক্রেনের রাজধানী কিভ ও অন্যান্য বড় শহরগুলিতে তীব্র লড়াই হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, কিভে বড়সড় হামলার পরিকল্পনা করছে। মঙ্গলবার খারকিভে ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় সহ 8 জনের মৃত্যু হয়েছে৷ ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কিভে আর কোনও ভারতীয় নাগরিক আটকে নেই৷ খারকিভ থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সরকার প্রচেষ্টার উপর জোর দিয়েছে। বুধবার ভোরে বিশেষ উড়ান ভারতীয়দের ফেরাতে রওনা দিয়েছে৷ প্রতি মুহূর্তের আপডেট কলকাতা টিভি ডিজিটালে৷
রাষ্ট্রপুঞ্জে ভোট দান থেকে বিরত থাকল ভারত
রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত৷ রাশিয়ার বিরুদ্ধে ভোট পড়েছে ১৪১টি৷ পক্ষে পড়েছে ৫টি৷ ভোট দান থেকে বিরত থাকে ৩৫টি দেশ৷ যার অন্যতম ভারত৷
India abstains from voting against Russia at UNGA. 141 in favour, 5 against, 35 abstentions.
সমঝোতা চায় মস্কো
দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু হতে চলেছে ৷ তার আগে কিভকে বার্তা পাঠালো মস্কো৷ রাশিয়ার বিদেশমন্ত্রীর কথায় বোঝা গেল, পুরোপুরি আত্মসমর্পণ চাইছে না ক্রেমলিন৷ সমঝোতার বার্তা দিয়ে রাখলেন রাশিয়ার বিদেশমন্ত্রী৷
ইউক্রেনের দুই শহরে রুশ হামলা
কোরোস্তেন এবং জাইতোমির নামে দুই শহরে ফের রুশ হামলা৷ চেক পয়েন্টে হামলা হয়েছে৷ চার জন মারা গিয়েছে৷ জানালেন কোরোস্তেনের মেয়র ভলোদিমির মোস্কালেঙ্কো৷ রকেট হামলায় গুঁড়িয়ে গিয়েছে কোরোস্তেনের টিভি টাওয়ার৷ যার জেরে শহরে সম্প্রচার বন্ধ৷
অপারেশন গঙ্গা
৮০০ জন ভারতীয়কে নিয়ে আজ রাত দেড়টা এবং পরেরদিন সকাল ৮টায় হিন্দোন এয়ারবেস থেকে দেশে ফিরবে চারটি বায়ুসেনার বিমান৷
যুদ্ধ নয়, বিশেষ সেনা অভিযান
পশ্চিমি মিডিয়ার মতো ইউক্রেনের রুশ হানাকে যুদ্ধ বলা যাবে না৷ রাশিয়ার সংবাদমাধ্যম ও স্কুলগুলিকে স্পষ্ট জানিয়ে দিল ক্রেমলিন৷ পরিবর্তে একে স্পেশ্যাল মিলিটারি অপারেশন বা বিশেষ সামরিক অভিযান বলতে হবে৷
Russia tells media and schools to not call Ukraine invasion a ‘war’.
Instead, ‘special military operation’ should be used to describe Moscow’s assault on Ukraine, according to officials https://t.co/6xDdp0jHal pic.twitter.com/HTj43cqXQZ
— Al Jazeera English (@AJEnglish) March 2, 2022
ফের উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মোদি
ইউক্রেন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার রাত সাড়ে আটটা নাগাদ শুরু হবে সেই বৈঠক৷
ইউক্রেন ছেড়েছেন সাড়ে ৮ লাখ মানুষ
রুশ অভিযানের পর ইউক্রেন ছেড়ে পালিয়েছেন অন্তত ৮ লাখের বেশি মানুষ৷ এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ৷ এদিন রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ৮ লক্ষ ৫০ হাজার ১৪৪ জন ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন৷ অধিকাংশই মহিলা ও শিশু৷ পার্শ্ববর্তী পোল্যান্ডর শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে অনেকেই৷
At least 850,144 people have fled Ukraine since Russia launched its invasion, according to the UN.
? LIVE updates: https://t.co/qlo23xZR8G pic.twitter.com/KpDAylGq73
— Al Jazeera English (@AJEnglish) March 2, 2022
অস্থায়ী ভারতীয় দূতাবাস
কিভের দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে৷ আটকে পড়া ভারতীয়দের সাহায্য করার জন্য অস্থায়ী দূতাবাস খোলা হয়েছে পোল্যান্ড সীমান্তের কাছে লিভিউতে৷
পোপের সাহায্য চাইল ইউক্রেন
রুশ আক্রমণ থেকে দেশকে বাঁচাতে সব দরজায় কড়া নাড়ছে ইউক্রেন৷ এবার পোপের দ্বারস্থ হল জেলেনস্কি সরকার৷ পোপকে আর্জি, পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার করিডরের ব্যবস্থা করা৷
Ukraine has asked the Pope to talk to Putin about allowing humanitarian corridors to assist civilians affected by Moscow’s incursion.
? LIVE updates: https://t.co/qlo23xZR8G pic.twitter.com/x1VerwQxJL
— Al Jazeera English (@AJEnglish) March 2, 2022
প্রয়োজনে হেঁটে নিরাপদ আশ্রয়ে পৌঁছন, ভারতীয়দের আর্জি বিদেশমন্ত্রকের
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য আরেকটি জরুরি বার্তা বিদেশমন্ত্রকের৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ভারতীয়রা দ্রুত খারকিভ ছেড়ে সেফ জোনে আশ্রয় নিন৷ অথবা কোনওভাবে পশ্চিমদিকে চলে যেতে পারেন৷ দরকার হলে হেঁটে সেখানে পৌঁছন৷ কিন্তু খারকিভ খালি করে দিন৷
রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠক
খারকিভে জোরদার রুশ হামলার আশঙ্কার মধ্যে বুধবার কিভ-মস্কোর দ্বিতীয় রাউন্ড আলোচনা হতে পারে৷
দু’হাজার মানুষের মৃত্যু
রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনে মারা গিয়েছে দু’হাজারের বেশি নিরীহ মানুষ৷ বুধবার সরকারিভাবে জানিয়ে দিল ইউক্রেন৷ অপরদিকে রাশিয়ার সেনাবাহিনীর দাবি, খেরসনের ব্ল্যাক সি পোর্টের দখল নিয়ে ফেলেছে তারা৷ ইউক্রেন প্রেসিডেন্টে জেলেনস্কির অভিযোগ, মস্কো তাঁর দেশকে মুছে ফেলতে চাইছে৷
পুতিন যুদ্ধাপরাধী, তোপ বরিসের
ইউক্রেনে নিরীহ নাগরিকদের উপর বোমাবর্ষণ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে তোপ দাগলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷
ইউক্রেনের দুই শহরে জারি অ্যালার্ম
বুধবার স্থানীয় সময় ১টা বেজে ৪৫ মিনিটে অ্যালার্ম জারি করা হল ইউক্রেনের রাজধানী কিভ ও অন্যতম বড় শহর খারকিভে৷
ভারতীয় দূতাবাসের জরুরি বার্তা
খারকিভে ভারতীয় ছাত্রদের জন্য জরুরি বার্তা ভারতীয় দূতাবাসের৷ এই মুহূর্তেই খারকিভ ছাড়তে নির্দেশ৷ নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত খারকিভ খালি করার নির্দেশ৷ যত দ্রুত সম্ভব ভারতীয়দের পেসোচিন, বাবায়ে এবং বেজেলিয়ু দোভকার দিকে যাওয়ার নির্দেশ৷ যে কোনও ভাবে আজ ইউক্রেনের স্থানীয় সময় সন্ধে ৬টার মধ্যে ওই সব এলাকার মধ্যে পৌঁছতে বলল ভারতীয় দূতাবাস৷
URGENT ADVISORY TO ALL INDIAN NATIONALS IN KHARKIV.
FOR THEIR SAFETY AND SECURITY THEY MUST LEAVE KHARKIV IMMEDIATELY.
PROCEED TO PESOCHIN, BABAYE AND BEZLYUDOVKA AS SOON AS POSSIBLE.
UNDER ALL CIRCUMSTANCES THEY MUST REACH THESE SETTLEMENTS *BY 1800 HRS (UKRAINIAN TIME) TODAY*.— India in Ukraine (@IndiainUkraine) March 2, 2022
ইউক্রেনে মৃত আরও এক ভারতীয় পড়ুয়া
ইউক্রেনে দ্বিতীয় ভারতীয় ছাত্রের মৃত্যু৷ নিহতের নাম চন্দন জিন্দাল (২২)৷ সে পঞ্জাবের বারনালার বাসিন্দা৷ হৃদরোগে আক্রান্ত হয়েই চন্দন মারা গিয়েছেন বলে সূত্রের খবর৷ ইউক্রেনের ভিনিৎসিয়ার একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা করত৷ বেশ কিছুদিন ধরেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন৷ বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার৷ চন্দনের দেহ ভারতে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে পরিবার৷
#Watch | Chandan Jindal, an Indian national in Ukraine's Vinnytsia lost his life due to natural causes. His family members are also in Ukraine: Arindam Bagchi, MEA spokesperson pic.twitter.com/zeH0V9k124
— ANI (@ANI) March 2, 2022
খারকিভে মৃত ৪
রাশিয়ার হামলায় খারকিভে ৪ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও ৯ জন৷ জানিয়েছে, সংবাদসংস্থা এএফপি৷
ইউক্রেনকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার
পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া৷ সেদেশের বিদেশমন্ত্রী লাভরভ জানিয়েছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেখানে পরমাণু অস্ত্রের ব্যবহার হবে৷ এবং সেই যুদ্ধ হবে ধ্বংসাত্মক৷
রাশিয়ার শান্তিপ্রস্তাব
ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে চায় রাশিয়ার প্রতিনিধি দল৷ ক্রেমলিনের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে বলে জানাল সংবাদসংস্থা এএফপি৷
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে স্পেন
ইউক্রেনে রাশিয়া হামলা চালাচ্ছে৷ প্রতিরোধে ইউক্রেন সহায়তা করবে স্পেন৷ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হবে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷ তিনি বলেন, ‘‘আমি ঘোষণা করতে চাই যে, স্পেনও ইউক্রেনীয় প্রতিরোধে অস্ত্র হস্তান্তর করবে৷ আমরা সর্বদা ইউরোপীয় স্তরে সমন্বকারী পদক্ষেপ নিয়েছি। তাই, আমরা ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের জন্য ইউরোপীয় শান্তি সুবিধা সক্রিয়করণে সমর্থন করি। স্পেন এই তহবিলের চতুর্থ দাতা। এটাই ছিল আমার অবস্থান। এবং স্প্যানিশ সরকারের অবস্থান। এবং আমি মনে করি এটি পর্যাপ্ত’’৷
দেশবাসীর উদ্দেশ্যে জেলেনস্কি
আমি আপনাদের প্রত্যেকের প্রশংসা করি। পুরো বিশ্ব আপনাদের প্রশংসা করে – হলিউড তারকা থেকে রাজনীতিবিদরা। সকলেই৷ আজ আপনি ইউক্রেনীয়রা, অপরাজেয়তার প্রতীক। যে কোনো দেশের মানুষ যে কোনো মুহূর্তে পৃথিবীর সেরা মানুষ হয়ে উঠতে পারে তার প্রতীক।
⚡️Zelensky addresses Ukrainians:
I admire each of you. The whole world admires you – from Hollywood stars to politicians.
Today you, Ukrainians, are the symbol of invincibility. The symbol that people in any country can become the best people on earth at any moment.
— The Kyiv Independent (@KyivIndependent) March 2, 2022
নৌ চলাচল
ইউক্রেন কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে নৌ চলাচল বন্ধ করে দিল।
অ্যালার্ট
কিভে হাই অ্যালার্ট। সাইরেনের শব্দ। প্রশাসন সকলকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিল।
মৃত্যু
ইউক্রেনে রুশ হামলায় গত ৬ দিনে কমপক্ষে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ যারা প্রত্যেকেই ইউক্রেনের বাসিন্দা৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এমনটাই দাবি করেছেন৷ কোন কোন পেশার মানুষ মারা গিয়েছেন তার হিসাবও দেন৷ তার মধ্যে ৫,৮৪০ হাজার সেনাকর্মীর মৃত্যু হয়েছে৷
Russia's losses as of March 2, according to the indicative estimates by the Armed Forces of Ukraine. pic.twitter.com/umKjKVJhGd
— The Kyiv Independent (@KyivIndependent) March 2, 2022
পাকিস্তান
ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিন্দা করুন, পাকিস্তানকে আহ্বান করল ২২টি দেশের কূটনৈতিকরা৷
The top diplomats of 22 countries are urging Pakistan to condemn Russia over its invasion of Ukraine.
Read more ➡️ https://t.co/PixxCkMtAw pic.twitter.com/05khbSz473
— Al Jazeera English (@AJEnglish) March 2, 2022
মিশন গঙ্গা
মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় রাশিয়ান বিমানে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে৷ তারপরও ভারতীয় উড়ানে কোনও সমস্যা হবে না৷ কারণ, উভয় দেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃঢ়৷ ভারতের বায়ু সেনার চিফ মার্শাল প্রধান সন্দীপ সিং জানিয়েছেন৷
Sanctions imposed on Russia by the US will not affect IAF significantly; India's relations with both countries are strong: Air Marshal Sandeep Singh, Vice Chief of Air Staff
— ANI (@ANI) March 2, 2022
খেরসন দখল
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, রুশ সামরিক ইউনিট ইউক্রেনের আঞ্চলিক কেন্দ্র খেরসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, খেরসনের পরিকাঠামো, সহায়তা সুবিধা এবং শহরের পরিবহন ব্যবস্থা প্রতিদিনের মতই কাজ করছে। ইউক্রেনের গভর্নর বলেন, খেরসন পুরোপুরি দখল নিয়েছে রাশিয়া৷
#BREAKING | Russian armed forces' units took full control of regional centre of Kherson – MoD#SputnikBreaking https://t.co/6Nh9zZOzzE
— Sputnik (@SputnikInt) March 2, 2022
ইউক্রেন থেকে ১৪০ থাই নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে
থাই বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র থানি সেনগ্রাট বুধবার বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ১৪০ জনেরও বেশি থাই নাগরিককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের পুলিস বিল্ডিংয়ে হামলা রুশ সেনার
Попадання російської ракети в будівлю Національної поліції в місті Харків.
❌Ось так і виглядає "русскій мір"❌ pic.twitter.com/E5QFw3f384— Defense of Ukraine (@DefenceU) March 2, 2022
ঘরে ফেরাতে
সি-১৭ ছাড়াও আরও তিনটি বিমান ইউক্রেনে আটকে পড়াদের উদ্ধারে রওনা দিল৷ বুধবার ভারতীয় বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে৷
পরিস্থিতি উদ্বেগজনক
ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে৷ ১৪৭ ঘণ্টা পেরিয়ে গিয়েছে৷ প্রতি মুহূর্তে রুশ সেনারা আক্রমণের পরিধি বাড়াচ্ছে৷ টুইটে দাবি ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের৷
«147 годин оборони.Характер подій змінюється. Російські окупанти намагаються хоч якось втримати боєздатність своїх підрозділів. Але вдається все гірше й гірше» – @oleksiireznikov ➡️ https://t.co/9YcMCrOugH
— Defense of Ukraine (@DefenceU) March 2, 2022
Latest Intelligence update on the situation in Ukraine. pic.twitter.com/CeKxZDHRDk
— Ministry of Defence ?? (@DefenceHQ) March 2, 2022
অ্যাপ ব্লক
সমগ্র ইউরোপজুড়ে প্লে স্টোর থেকে স্পুটনিকের অ্যাপগুলিকে ব্লক করে দিল গুগল৷
রাস্তার নাম পরিবর্তন
রাস্তার নাম পরিবর্তন করার পরামর্শ দিলেন এক কানাডিয়ান এমপি৷ ব্লভিডিতেরাশিয়ান দূতাবাস রয়েছে৷ সেই রাস্তার নাম বদলের কথা বললেন তিনি৷
A Canadian MP suggests renaming the street in Ottawa where Russian Embassy is situated to Zelensky Blvd. "Because from this moment on Volodymyr Zelensky has redefined Russia's relationship with the world," @CharlieAngusNDP wrote. pic.twitter.com/hIFkZp4XbQ
— UkraineWorld (@ukraine_world) March 2, 2022
অবরুদ্ধ মারিউপোল
মারিউপোল অবরুদ্ধ৷ ডিপিআর মিলিশিয়ার মুখপাত্র এডুয়ার্ড বাসুরিন এমনটাই জানিয়েছেন৷
রেড অ্যালার্ট
ইউক্রেনের রাজধানী কিভজুড়ে লাল সতর্কতা৷ বিমান হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে৷ সুমি, পাইরিয়াতিন, মিরগোরোড (পোলতাভা অঞ্চল), বিমান হামলার সতর্কতা, চেরকাসিতেও বিমান হামলার সতর্কতা!
আকাশসীমা বন্ধ
ইউনাইটেড এয়ারলাইন্স রাশিয়ার আকাশসীমার ব্যবহার বন্ধ করেছে৷ তারা ভারতের দুটি রুট বন্ধ করল৷
ইউরোপ ছাড়ছে
রাশিয়ার বৃহত্তম ঋণদাতা Sberbank ইউরোপ ছেড়ে যাচ্ছে৷ তাদের বক্তব্য, বর্তমান পরিবেশে Sberbank ইউরোপীয় বাজার থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, গ্রুপের সহযোগী ব্যাঙ্কগুলি তহবিলের অস্বাভাবিক বহিঃপ্রবাহ এবং কর্মচারী ও শাখাগুলির নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন হচ্ছে৷
#BREAKING Russia's largest lender Sberbank leaving Europe: news agencies pic.twitter.com/V4ji46purB
— AFP News Agency (@AFP) March 2, 2022
স্কুলে হামলা
মঙ্গলবার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ডোনেটস্ক পিপলস রিপাবলিকের কর্তৃপক্ষের মতে, ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকায় রাতারাতি একটি স্কুল এবং একটি ক্রীড়া কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডোনেটস্ক এবং লুহানস্ক:
মোল্দোভার সীমান্ত খুলে দেওয়া হল
ভারতীয় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মোল্দোভার সীমান্ত৷ ভারতীয়দের বুখারেস্ট থেকে সরিয়ে নেওয়ার জন্য আলোচনা চলছে বলে জানালেন অসামরিক পরিবহন মন্ত্রী সিন্ধিয়া৷ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার সুবিধার্থে মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টের উদ্দেশে রওনা দিয়েছে৷ মন্ত্রী বলেন, ‘‘আগত ভারতীয় ছাত্রদের জন্য মোল্দোভার সীমান্ত খুলে দেওয়া হয়েছে। উপযুক্ত আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হবে। ব্যবস্থা করার জন্য আলোচনা চলছে। ভারতে ফিরতে তাঁদের বুখারেস্টে যাত্রা।’’
Moldova’s borders have been opened for incoming Indian students. Proper shelter and food arrangements will be made.
Talks are on to make arrangements for their journey to Bucharest for onward flight to India. @MEAIndia @DrSJaishankar @PMOIndia #OperationGanga
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) March 1, 2022
খেরসন দখল করল রাশিয়া
ইউক্রেনের খেরসন শহর দখল করল রুশ সেনা৷
Russian forces appear to have seized control of Kherson, a city in southern Ukraine. No word from local officials. pic.twitter.com/nsF6Gre3D1
— BNO News (@BNONews) March 2, 2022
সি-১৭
ভারতীয় বিশেষ বিমান সি-১৭ করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ওষুধ-সহ দু’টন ত্রাণ পাঠাল ভারত৷
শেহিনি-মেডিকা সীমান্তে ভিড় এড়ানোর পরামর্শ
পোল্যান্ডে ভারতীয় দূতাবাস একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ শেহিনি-মেডিকা সীমান্ত এলাকা এড়িয়ে চলুন। পোল্যান্ডে দ্রুত প্রবেশের জন্য বুডোমিয়ারজ সীমান্তে পৌঁছন।
Urgent advisory to Indian nationals in Ukraine@MEAIndia @opganga @IndiainUkraine pic.twitter.com/5TWmb93Lbw
— India in Poland (@IndiainPoland) March 1, 2022
রাশিয়ান প্যারাট্রুপরা খারকিভের হাসপাতালে হামলা করেছে
মঙ্গলবার মারাত্মক গোলাগুলির পর রাশিয়ান বায়ুসেনার অংশ তথা প্যারাট্রুপরা পূর্ব ইউক্রেনের খারকিভে নেমেছে৷ তার পরপরই স্থানীয় হাসপাতালে আক্রমণ করেছে। ইউক্রেন সেনার দাবি, ‘রাশিয়ান বায়ু সেনার কর্মীরা খারকিভে অবতরণ করেছে… এবং একটি স্থানীয় হাসপাতালে আক্রমণ করেছে। সেখানে লড়াই চলছে।’
ইউক্রেনে জরুরি হেল্পলাইন
ইউক্রেনে ফের বড়সড় হামলার আশঙ্কার হেল্পলাইন নম্বর চালু করা হল৷ ইউক্রেন সরকার জরুরি পরিষেবাগুলি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন চালু করেছে৷ য়াতে স্থানীয় পরিস্থিতি এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য এবং সমালোচনামূলক খবর পাঠানো যায়৷
লেনদেন
অ্যামেরিকান এক্সপ্রেস রাশিয়ার সঙ্গে সমস্ত প্রকার অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিল৷
ব্যবসা বন্ধ
রাশিয়ায় কোনও প্রকার ব্যবসা করবে না অ্যাপেল, গুগল, ফোর্ড, হার্লে-ডেভিডসন এবং অন্যান্য বড় কোম্পানি৷ ইউক্রেনে হামলার কারণে মস্কো থেকে নিজেদের সরিয়ে নিল এই সমস্ত কোম্পানি৷
Apple joined Google, Ford, Harley-Davidson and other major companies to stop sales in Russia and distanced themselves from Moscow after President Putin’s all-out-invasion on Ukraine https://t.co/iGoZqX3yQJ pic.twitter.com/u1uzlsEVZ2
— Reuters (@Reuters) March 2, 2022
রুশ আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের পাশে আমেরিকা
মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রেসিডেন্ট বাইডেনের কথা হয়৷ সে বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছেন বাইডেন৷ টুইট করে ইউক্রেনকে সার্বিকভাবে পাশে থাকার বার্তাও দিয়েছেন৷
বাইডেন টুইটে লিখেছেন, আমি এইমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছি৷ তাঁদের জন্য আমাদের সমর্থন অব্যাহত থাকবে৷ প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছি — সুরক্ষা, সহায়তা এবং মানবিক সহায়তা সহ —সমস্ত প্রকার সাহায্য করবে আমেরিকা৷ কারণ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষার সময়৷ ঘটনার জন্য আমরা রাশিয়াকে দায়বদ্ধ রাখব এবং আমাদের নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার উপর বিধ্বংসী প্রভাব ফেলবে।
Together with our allies, we are providing support to the Ukrainians in their fight for freedom.
Military assistance. Economic assistance. Humanitarian assistance.
And we will continue to aid the Ukrainian people as they defend their country and to help ease their suffering.
— President Biden (@POTUS) March 2, 2022
আলোচনার বিষয়ে জেলেনস্কিও টুইট করেন৷ ইউক্রেনের পাশে থাকার জন্য আমেরিকাকে ধন্যবাদও জানান তিনি। টুইটে জেলেনস্কি লেখেন, ‘জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে। রুশ বিরোধী নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আগ্রাসীকে থামাতে হবে। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ!’
Just had a conversation with @POTUS. The American leadership on anti-Russian sanctions and defense assistance to Ukraine was discussed. We must stop the aggressor as soon as possible. Thank you for your support!
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 1, 2022
বুধবার সকালে বাইডেন আবারও টুইট করেন৷ লেখেন, ‘যখন এই যুগের ইতিহাস লেখা হবে, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ রাশিয়াকে দুর্বল করে দেবে এবং বাকি বিশ্বকে আরও শক্তিশালী করে তুলবে।’
Together with our allies, we are providing support to the Ukrainians in their fight for freedom.
Military assistance. Economic assistance. Humanitarian assistance.
And we will continue to aid the Ukrainian people as they defend their country and to help ease their suffering.
— President Biden (@POTUS) March 2, 2022
বাইডেন বলেন, আমরা ও মিত্র দেশগুলি ইউক্রেনীয়দের স্বাধীনতার লড়াইয়ে তাদের সমর্থন দিচ্ছি। সামরিক সহায়তা। অর্থনৈতিক সহায়তা। মানবিক সহায়তা৷ এবং আমরা ইউক্রেনের জনগণকে তাঁদের দেশকে রক্ষা করার জন্য এবং তাঁদের কষ্ট লাঘব করতে সহায়তা অব্যাহত রাখব।’
When the history of this era is written, Putin’s war on Ukraine will have left Russia weaker and the rest of the world stronger.
— President Biden (@POTUS) March 2, 2022