Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsWB Municipal Election Result live: দুই নির্দল প্রার্থীর ঘাসফুলে যোগ, ঝালদা তৃণমূলেরই

WB Municipal Election Result live: দুই নির্দল প্রার্থীর ঘাসফুলে যোগ, ঝালদা তৃণমূলেরই

Follow Us :

কলকাতা: আজ বুধবার ১০৮টি পুরসভার ভোট গণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বারাসাত, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, জলপাইগুড়ি-সহ বিভিন্ন গণনা কেন্দ্রেও নিরাপত্তা জোরদার। বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিস ও কমব্যাট ফোর্স। সে সমস্ত খবরের প্রতি মুহূর্তের আপডেট কলকাতা টিভি ডিজিটালে।

বাঁশবেড়িয়া পুরসভা তৃণমূলের দখলে, ২২ টি ওয়ার্ডের মধ্যে ২১ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, একটিতে জয়ী সি পি আই এম

কোন্নগর পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৭টি তৃণমূলের, সিপিএম, কংগ্রেস ও নির্দলের দখলে একটি করে ওয়ার্ড

বর্ধমান পুরসভার ৩৫ টি ওয়ার্ডই তৃণমূল কংগ্রেসের দখলে

মধ্যমগ্রাম পুরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস, ২৮ আসনের মধ্যে ২৪টি তৃণমূলের

অশোকনগর পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস, মোট ২৩টি আসনের মধ্যে ২০টি তৃণমূল কংগ্রেসের, সিপিএম ২টি, কংগ্রেস একটি

বারাসত পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস, ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৩০টি ওয়ার্ড, সিপিআইএম ৩টি, নির্দল ২টি

বীরভূমের পাঁচটি পুরসভা তৃণমূলের দখলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিউড়ি সাঁইথিয়া পৌরসভা আগেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এদিন রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর এই তিনটি পুরসভারও দখল নিল তৃণমূল

দমদম পুরসভার  ২২টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে জয়ী তৃণমূল। একটিতে ভোট হয়নি

জলপাইগুড়ি পুরসভার ২২টি ওয়ার্ড তৃণমূলের, একটি সিপি আই এম, দু’টি কংগ্রেস।

মাথাভাঙ্গা পুরসভার ১২টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস

বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি তৃণমূলের দখলে, ২টি বিরোধী।

ঝালদার দুই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় পুরসভা তাদের দখলে এল

ভাটপাড়া পুরসভার ৩৫টি ওয়ার্ডের ৩৪টিতে জয়ী তৃণমূল, ১টি ওয়ার্ডে ভোট হয়নি

কাঁচড়াপাড়া পুরসভার ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে

তাহেরপুর পুরসভা বামেদের দখলে, পাঁচটিতে জয়ী তৃণমূল

হালিশহর পুরসভার ২৩টি ওয়ার্ডই তৃণমূলের দখলে

নিউ ব্যারাকপুর পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৯টি তৃণমূলের দখলে। একটিতে জয় সিপিআইএমের

আরামবাগ পুরসভার ১৯টি  ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে, একটি আসন বিজেপির

ধুলিয়ান পুরসভার  ২১টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১১

কংগ্রেস ৭

নির্দল ৩

খড়গপুর পুরসভার মোট ৩৫টি আসনে

তৃণমূল ২০

বিজেপি ৬

কংগ্রেস  ৬

বামফ্রন্ট ২

নির্দল ১

বীজপুর পুরসভায় জয়ী মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়

গাড়ুলিয়া পুরসভায় ২১টির  মধ্যে ১৯টি পেল তৃণমূল, একটি নির্দল একটি ফরওয়ার্ড ব্লক

নৈহাটি পুরসভায় ৩১টির মধ্যে ৩১টিই তৃণমূলের দখলে

পাহাড়ে নতুন সমীকরণ। হামরো পার্টি ১৮

অনিক থাপার দল ৮

গোর্খা জনমুক্তি মোর্চা ৪

বিজেপি ০

জিএনএলএফ ০

সকাল ১১টা পর্যন্ত কার দখলে কটি ওয়ার্ড 

১০৮ পুরসভায় ৮৬ টিতে জিতেছে তৃণমূল, হামরো পার্টি একটি, সিপিএম একটি, ৪টি পুরসভায় ত্রিশঙ্কু

ত্রিশঙ্কু এগরা, ঝালদা, বেলডাঙা ও চাঁপদানি পুরসভায়

ভাটপাড়া পুরসভা অর্জুন গড়ে খাতা খুলতে পারল না বিজেপি

বালুরঘাট পুরসভায় বিজেপির রাজ্য সভাপতির তালুকে জয়ী তৃণমূল

বাঁকুড়া পুরসভা ২৪ টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ২১টি, নির্দল ৩টি

সোনামুখী পুরসভায় ১৫টির মধ্যে তৃণমূল ৯টি, সিপিএম ২টি, নির্দল ৪টি

বিষ্ণুপুর পুরসভার ১৯টি আসনের ১৩টি তৃণমূল, বিজেপি ২টি, কংগ্রেস ১টি, নির্দল ৩ টি

হলদিবাড়ি পুরসভার ১১ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস

খড়ার পুরসভায় ১০টির মধ্যে ৮টিতেই জয়ী তৃণমূল

ক্ষীরপাই পুরসভায় ১০টির মধ্যেই ৯টি তৃণমূলের দখলে

রামজীবনপুর পুরসভায় ১১টি ওয়ার্ডেই সবুজ ঝড়

চন্দ্রকোনায় ১২ টি ওয়ার্ডেরই দখল নিল তৃণমূল

ঘাটাল পুরসভায় ১৭টি ওয়ার্ডই তৃণমূলের দখলে

হাবড়া পুরসভা ২৪ ওয়ার্ডের মধ্যে ২৩টির দখল নিল তৃণমূল

রাজপুর সোনারপুর পুরসভায় মোট আসন ৩৫
তৃণমূল  ৩৩
সিপিএম  ১
নির্দল  ১

বহরমপুর পুরসভার ২৮টি ওয়ার্ডে

১৩টি আসনে জয়ী তৃণমূল

চারটি আসনে জয়ী কংগ্রেস

গোবরডাঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত নির্দল প্রার্থী হিসেবে জয়ী

কল্যাণী পুরসভা তৃণমূলের দখলে

গয়েশপুর পুরসভা তৃণমূলের দখলে

কাঁথি পুরসভায় জয়ী তৃণমূল

অধিকারী পরিবারের ওয়ার্ডেই মুখ থুবড়ে পড়ল বিজেপি

ময়নাগুড়ি পুরসভা

মোট আসন সংখ্যা ১৭

যার মধ্যে ১১টি আসনে জয়ী তৃণমূল

সকাল ১০টা পর্যন্ত ভোট গণনার ফল

তৃণমূল এগিয়ে ৩৩ আসনে

বিজেপি ০

সিপিএম ০

কংগ্রেস ০

ঝালদা পুরসভা ত্রিশঙ্কু

কোচবিহার পুরসভায়

খাতা খুলতে পারল না বিজেপি

তৃণমূল কংগ্রেস জিতেছে ১৫টি আসন

কংগ্রেস জিতেছে ৩টি তে

কোচবিহারে ৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ

দার্জিলিং পুরসভায়

হামরো পার্টি ১৮

বিজেপিএম ৮

গোর্খা জনমুক্তি মোর্চা ৪

তৃণমূল ২

এই মুহূর্তের খবর

চন্দ্রকোনা, রাজজীবন পুরসভা তৃণমূলের দখলে

জঙ্গিপুর পুরসভায়

৫ নম্বর ওয়ার্ডে সিপিএম জয়ী
৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী
৯ নম্বরে ওয়ার্ডে তৃণমূল জয়ী

ফালাকাটা পুরসভা

১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
২ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল
৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল
৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১০ নম্বর ওয়ার্ডে এগিয়ে আরএসপি
১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৫নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
১৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল
২০ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস

উলুবেড়িয়া পুরসভার ৩২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩টি ওয়ার্ডে এগিয়ে৷  বিজেপি এগিয়ে আছে ওয়ার্ডে৷

উলুবেড়িয়া পুরসভার ২৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল৷ আর ৩০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি৷

জঙ্গিপুর পুরসভার ১,২, ও ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস৷ ৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেস জয়ী৷

ডানকুনি পুরসভা ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে৷

ডানকুনি পুরসভা ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী এগিয়ে৷

নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রে ঢুকতে সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই সঙ্গে রাখতে পারবেন কেউই। স্ট্রং রুমের পাশেই গণনা কেন্দ্র। সেখানে রাজ্য সরকারের সশস্ত্র পুলিস বাহিনী মোতায়েন থাকছে। ভিতরে রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকছে।

ফল ঘোষণার পর জয়ী দল বিজয় মিছিল করতে পারলেও অশান্তি নয়, সতর্ক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি বলেন, বিজয় মিছিলে ছাড় থাকলেও, কোনওরকম অশান্তি বরদাস্ত করবে না পুলিস।

আরও পড়ুন-Russia-Ukraine Conflict: ইউক্রেনকে সামরিক সাহায্য করছে আমেরিকা, কথা হল জেলেনস্কি-বাইডেনের

RELATED ARTICLES

Most Popular