ওয়েব ডেস্ক: HMPV বা হিউম্যান মেটানিউমোভাইরাস হয়ে উঠেছে আতঙ্কের নতুন নাম। মানুষের মনে সংশয় বাসা বাঁধছে, এই ভাইরাসের সংক্রমণের জেরে আবার কি গৃহবন্দি হতে হবে মানুষকে? ফের আসছে লকডাউন পরিস্থিতি? উত্তর দিলেন ডাক্তাররা। বিশেষজ্ঞরা বলছেন নতুন কিছু নয়, এই ভাইরাসের অস্তিত্ব ছিল আগে থেকেই।
ডাক্তারদের কথায়,HMPV ভাইরাস হল একটি রেসপিরেটরি ভাইরাস যা কি না ইনফ্লুয়েঞ্জা, RSV-র মতোই অতি পরিচিত, যার প্রাদুর্ভাব বাড়ে শীত কাল ও বসন্তের শুরুতে বিশেষ করে নাতিশীতোষ্ণ অঞ্চলে। তবে ভারতেও এই ভাইরাস আগে থেকেই ছিল। কিন্তু তাঁরা এও বলছেন যে, বিশেষ করে যেহেতু বল রেসপিরেটরি ডিজ়িজ়ের উপসর্গ দেখা গেলেই এর টেস্ট করা আবশ্যিক ছিল না, তাই নতুন করে ঢুকে পড়ল এ কথা আগের থেকে বলা যায় না।’
আরও পড়ুন: সংখ্যালঘু নির্যাতনে ‘নো টলারেন্স’! নতুন পদক্ষেপ নিচ্ছে ইউনুস সরকার
২০২৪-এ HMPV রীতিমতো ধ্বংস করছে চীনকে। তবে সমীক্ষা বলছে, গত বছর ২৮,০০০ আমেরিকাবাসী HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, HMPV ভাইরাসে মৃত্যু না হলেও, আমেরিকায় সংক্রামিত হওয়ার পরে নিউমোনিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যারা, তাদের মধ্যে ৩০ শতাংশ মারা গিয়েছে। অর্থাৎ, রোগের প্রকোপে বাড়তে পারে মৃত্যু হার। সরাসরি ফুসফুসে সংক্রমনের ফলে বাড়তে মৃত্যুর হার।
দেখুন আরও খবর: