Sunday, August 3, 2025
HomeScrollপ্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস
Kamala Harris

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস

গত রবিবার প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাইডেন

Follow Us :

কলকাতা: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে লড়তে চলেছেন কমলা হ্যারিস (Kamala Harris), এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেশ করতে তাঁর দল ডেমোক্র্যাটিক পার্টি (Democratic Party) থেকে যথেষ্ট সমর্থন পেয়েছেন বলে খবর। প্রথম ব্যালটের জন্য মনোয়ন জমা করতে অন্তত ১৯৭৬ জল দলীয় প্রতিনিধির সমর্থন প্রয়োজন। তার থেকে বেশি সমর্থন পেয়ে গিয়েছেন হ্যারিস।

আরও পড়ুন: কানাডার হিন্দু মন্দিরে খলিস্তানি গ্রাফিতি! নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের

৮১ বছরের জো বাইডেন (Joe Biden) গত রবিবার প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাঁকে নিয়ে ডেমোক্র্যাটিক দলের অন্দরেই অসন্তোষ দেখা দিয়েছিল। বেশিরভাগ ডেমোক্র্যাট নেতার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাবেন বাইডেন। এই আবহেই নাম প্রত্যাহার করেন তিনি এবং তার পরেই ফেভারিট হিসেবে উঠে আসেন হ্যারিস।

 

টুইট করে প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, “আমাদের দলের নমিনি হতে প্রয়োজনীয় সমর্থন পেয়ে আমি গর্বিত। আগামী কয়েক মাসে আমি দেশের প্রত্যেক কোনায় যাব এবং আমেরিকানদের সঙ্গে সবকিছু নিয়ে কথা বলব। আমার পুরোদস্তুর ইচ্ছা আমাদের দল এবং দেশকে একজোট করা এবং ট্রাম্পকে হারানো।”  প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ নেতৃত্ব এবং দেশের সেবার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন হ্যারিস।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39