নয়াদিল্লি: ‘অপারেশন গঙ্গা’র (Operation Ganga) আওতায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Russia-Ukraine war) থেকে উদ্ধার অভিযান জারি রেখেছে ভারত। এয়ার ইন্ডিয়ার বিশেষ উড়ানে ধাপে ধাপে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। মুষ্টিমেয় আরও যে ক’জন এখনও স্বদেশে ফিরতে পারেননি, ইউক্রেন লাগোয়া প্রতিবেশী দেশগুলোর সীমান্তে উত্কণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন, তাঁদেরও দ্রুত ফেরাতে মঙ্গলবার ইউক্রেনের ভারতীয় দূতাবাস আরও একবার অ্যাডভাইজরি জারি করে। তবে, শুধু ভারতীয়দের নয়, প্রতিবেশী দেশগুলির নাগরিকদেরও নিরাপদ উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।
War in Ukraine: Bangladesh Prime Minister Hasina has thanked Indian PM Modi for rescuing 9 Bangladeshi nationals under its evacuation mission Operation Ganga.
— Sidhant Sibal (@sidhant) March 9, 2022
ভারত উদ্ধার অভিযান জারি রাখলেও ইউক্রেনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলি উদ্ধারকাজ চালাতে ব্যর্থ। এমনকী চিনও উদ্ধার অভিযান রেখেছে। এমত অবস্থায় প্রতিবেশী দেশের নাগরিকদের থেকে মুখ ফেরাতে পারেনি ভারত। সূত্রের খবর, ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই মঙ্গলবার ৯ বাংলাদেশকে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে। ভারতের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপে খুশি বাংলাদেশ। সে দেশের প্রধানমন্ত্রী (Bangladesh PM) শেখ হাসিনা এ জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের একটি সূত্রে খবর, নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও বিমুখ করেনি ভারতীয় দূতাবাস।
#WATCH | Pakistan's Asma Shafique thanks the Indian embassy in Kyiv and Prime Minister Modi for evacuating her.
Shas been rescued by Indian authorities and is enroute to Western #Ukraine for further evacuation out of the country. She will be reunited with her family soon:Sources pic.twitter.com/9hiBWGKvNp
— ANI (@ANI) March 9, 2022
কিভের ভারতীয় দূতাবাস ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক পাক তরুণী। অসমা শফিক নামে পাকিস্তানের ওই ছাত্রীও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিলেন। ইউক্রেনের বিপন্ন রাজধানী কিভ থেকে তাঁকে উদ্ধার করে আপাত নিরাপদ পশ্চিম ইউক্রেনে নিয়ে গিয়েছে ভারত। সেখান থেকে ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই অপারেশন গঙ্গার ফ্লাইটে ইউক্রেন ছাড়বেন পাক তরুণী।
আরও পড়ুন: Russia-Ukraine Conflict: রাশিয়ান আগ্রাসন আটকান, বিশ্বের কাছে প্রেসিডেন্ট জেলেনস্কির স্ত্রী-র আবেদন