skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনপর্দায় ফিরছে ‘তন্নু মনু’-র প্রেম

পর্দায় ফিরছে ‘তন্নু মনু’-র প্রেম

Follow Us :

বলিউডের রোম্যান্টিক কমেডি ছবিগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় তন্নু ওয়েডস্ মনু’ ফ্র্যাঞ্চাইজি।২০১০ সালের ‘তন্নু ওয়েডস্ মনু’ ও ২০১৫তে ‘তন্নু ওয়েডস্ মনু রিটার্নস’ দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন আর মাধবন ও কঙ্গনা রানাওয়াত।জনপ্রিয় রম কম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা।আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না,খুব শীঘ্রই আসছে সেই বহু প্রতীক্ষিত ছবি,আগাম জানালেন বলিউড অভিনেতা মহম্মদ জিসান আয়ুব।‘তন্নু ওয়েডস্ মনু রিটার্নস’-ছবিতে একটি বিশেষ চরিত্রে দারুণ নজর কেড়েছিলেন অভিনেতা।আয়ুব আরও জানালেন তন্নু ওয়েডস্ মনু ৩’-তেও অভিনয় করবেন তিনি।ছবির গল্প ও চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন হিমাংশু শর্মা।গত দুটি ছবির মতো নতুন ছবিটিরও পরিচালনার দায়িত্ব সামলাবেন আনন্দ এল রাই।

এখানেই শেষ নয়,অভিনেতা আরও জানাচ্ছেন ছবিতে তাঁর ও কঙ্গনার চরিত্র নিয়ে থাকছে দারুণ ট্যুইস্ট।তবে কি চমক থাকবে সেই প্রসঙ্গ এখনই খোলসা করতে চাইছেন না আয়ুব।রহস্যময় হাসি হেসে তিনি বলছেন,সবকিছুই ক্রমশ প্রকাশ্য।‘তন্নু ওয়েডস্ মনু ৩’ নিয়ে নতুন কি খবর প্রকাশ্যে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।

RELATED ARTICLES

Most Popular