টোকিও : মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে একটি বিমানে আগুন লেগে যায়। রানওয়েতে অবতরণের সময় অন্য একটি বিমানের সঙ্গে ওই বিমানের সংঘর্ষের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
সূত্রের খবর, ৪০০ জন্য যাত্রী সহ এয়ারবাস এ৩৫০ বিমানটি রানওয়েতে ট্যাক্সি করার সময় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানটি। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আগুন আশেপাশেও ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা বিমানের অনেক অংশে ছড়িয়ে পড়ে। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেকে বিমান থেকে ঝাঁপ মারেন। আসেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তাঁরাও অনেক যাত্রীকে উদ্ধার করেন। বিমানবন্দর সূত্রের খবর, সব যাত্রীকেই নিরাপদে বিমান থেকে সরিয়ে আনা হয়েছে। ওই ঘটনার জন্য টোকিওর ওই বিমানবন্দরে দীর্ঘক্ষণ বিমান চলাচল বন্ধ ছিল।
আরও অন্য খবর দেখুন