Friday, July 18, 2025
Homeবিনোদনজানা গেল 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' মুক্তির তারিখ

জানা গেল ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ মুক্তির তারিখ

এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ

Follow Us :

মুম্বই: নতুন বছর পড়তে না পড়তেই একাধিক নতুন ছবির খবর এসেছে। ‘পুষ্পা: দ্য রুল’ থেকে ‘কলকি’ বলিউড এবং দক্ষিণী ছবিতে থাকছে নানান চমক। এবার সেই চমকেই এক্সট্রা উন্মাদনা জুড়ে দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফ (Tiger Shroff)। নতুন বছরের শুরুতেই জানিয়েদিলেন বড়পর্দায় একসঙ্গে আসছেন তাঁরা।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ঘোষণা করলেন আগামী ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (Bade Miyan Chote Miyan)-র মুক্তির তারিখ। এই ছবির কথা কয়েকদিন আগেই জানা গিয়েছিল। তখন থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন। নতুন বছরের শুরুতেই হল অপেক্ষার অবসান। সোশ্যাল মিডিয়ায় টাইগারের সঙ্গে জেট স্কিয়িং মুহূর্তের একটি পোস্টার শেয়ার করেছেন অক্ষয়। সেখানেই চোখে পড়ল ছবি মুক্তির সম্ভাব্য তারিখ।

আরও পড়ুন: ইধিকার সঙ্গে বড় চমক কয়লা মাফিয়া দেবের

অক্ষয়-টাইগারকে পর্দায় একসঙ্গে দেখতে উৎসাহী সিনেপ্রেমীরা। এই ছবিতে অক্ষয়, টাইগার ছাড়াও দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণকেও দেখা যাবে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন জাহ্নবী কাপুরও। ছবির চিত্রনাট্য লিখছেন ও পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফরের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ২০২৪-এর ঈদে পর্দায় আসবে এই ছবি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39