Saturday, July 5, 2025
Homeবিনোদনবইয়ের শিরোনামে 'বাইবেল' শব্দের ব্যবহারে বিপাকে করিনা!
Kareena Kapoor Khan

বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দের ব্যবহারে বিপাকে করিনা!

খ্রিস্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল নবাব পত্নীর বিরুদ্ধে

Follow Us :

মুম্বই: নিজের লেখা বইয়ের জন্যই আইনি বিপাকে পড়লেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন, গর্ভাবস্থার নানান কিছু নিয়ে বই লিখেছিলেন অভিনেত্রী। যে বইয়ের নাম রাখেন, ‘করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’ (Kareena Kapoor Khan’s Pregnancy Bible)। আর এই বইয়ের কারণেই এই মুহূর্তে আইনি সমস্যায় জড়িয়েছেন নবাব পত্নী।

বইয়ের শিরোনামে ‘বাইবেল’ শব্দের ব্যবহার করে খ্রিস্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে করিনার বিরুদ্ধে। বইয়ের এই নামকরণের জন্য অভিনেত্রীর বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। যে কারণে আদালতের তরফে অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। খ্রিস্টান সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করিনা ছাড়াও বইটির বিপণনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকেও মামলায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্যুইম সুটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকা

জানা যাচ্ছে, অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্থনির দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরুপাল সিং আলুওয়ালিয়া এই নোটিশ জারি করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি নথিভুক্ত করার আবেদন করা হয়েছিল। তবে সেসময় আবেদন খারিজ হয়। আদালতের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে (Madhya Pradesh High Court) মামলা দায়ের করেছেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই করিনাকে আইনি চিঠি পাঠিয়েছে আদালত।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39