লন্ডন: ব্রিটেনের রাজ পরিবারের অন্যতম সদস্য প্রিন্স উইলিয়াম (Prince William) তাঁর প্রাক্তন প্রেমিকার বিয়েতে হাজির, যা দেখে তাঁর অনুরাগীরা চমকে গিয়েছেন। একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের দেওয়া রিপোর্ট অনুযায়ী, উইলিয়ামের প্রাক্তন প্রেমিকা রোজ ফারকুহার (Rose Farquhar) গ্লুকেস্টারশায়ারের সেন্ট মেরি দ্য ভার্জিন চার্চ (St Mary the Virgin church in Gloucestershire)-এ জর্জ জেমেল (George Gemmell)–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, আমন্ত্রণ রক্ষায় সেখানে এসেছিলেন প্রিন্স অব ওয়েলস (Prince of Wales)। তবে উইলিয়ামের সঙ্গে তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন (Duchess of Cambridge Kate Middleton) ছিলেন না। প্রাক্তন প্রেমিকা রোজের বিয়েতে প্রিন্স উইলিয়াম পরে এসেছিলেন কালো টাক্সিডো এবং কালো রঙয়ের ম্যাচিং বো টাই (Black Tuxedo and Matching Bow Tie)।
রোজ ফারকুহারের সঙ্গে প্রিন্স উইলিয়ামের প্রথম পরিচয় ছোটবেলায়, তখন দু’জনেই বাচ্চা ছিলেন। এরপর কৈশোরকালে দেখা গ্লুকেস্টারশায়ারের বিউফোর্ট পোলো ক্লাবে (Beaufort Polo Club in Gloucestershire)। ততোদিনে এটন কলেজ (Eton College ) থেকে এ-লেভেলস প্রোগ্রাম (A-Levels Program) শেষ করে ফেলেছেন যুবরাজ। প্রিন্স উইলিয়াম যখন ইউনিভার্সিটির পড়ুয়া (University Student) ছিলেন, সে সময় ফারকুহারের সঙ্গে প্রেমের শুরু। বলা হয়, ফারকুহার হলেন প্রিন্স উইলিয়ামের প্রথম সিরিয়াস প্রেম। এরপর সময় অতিবাহিত হয়েছে, ১৮ বছর বয়সে হওয়া সেই প্রেমে বিচ্ছেদও ঘটে। তাঁদের সম্পর্কের বিচ্ছেদটাও মনে রাখার মতো ছিল। বন্ধুত্বপূর্ণ শর্তে ব্রেক-আপের পর উইলিয়ামের জীবনে নতুন প্রেম এসেছে, তার পরেও রোজের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু ঠিক একই রয়ে গিয়েছে।
আরও পড়ুন: Mayaa Rafiath Rashid Mithila Award: ‘মায়া’ ছবিতে মিথিলা পেলেন শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার
উইলিয়ামের সঙ্গে ব্রেক-আপ করার পর ফারকুরাহ নিউ ইয়র্কে (New York) চলে যান পড়াশোনা সম্পূর্ণ করতে, সেখানে তিনি লি স্ট্রাসবার্গ ইনস্টিটিউট (Lee Strasberg Institute) অভিনয় নিয়ে পড়াশোনা করেন। ২০১৬ সালে বিবিসি’র দ্য ভয়েস (The Voice) নামক শো-এর কারণে শিরোনামে উঠে আসেন, যদিও শেষ পর্যন্ত তা বেশি দূর গড়ায়নি।
উল্লেখ্য, ব্রিটেনের রাজপরিবার সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সম্প্রতি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এ একটি তথ্যচিত্র (Documentary) দেখানো হচ্ছে। হ্যারি অ্যান্ড মেগান ডকুসিরিজ (Harry & Meghan Docuseries)-এর পঞ্চম এপিসোডে ডিউক অব সাসেক্স (Duke of Sussex) প্রিন্স হ্যারি (Prince Harry) সেখানে তাঁর দাদা প্রিন্স উইলিয়াম সম্পর্কে বলেছেন, ২০২০ সালে তিনি এবং মেগান মার্কলে (Meghan Markle) যখন রাজপরিবার থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন, তখন রাজপরিবারে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে জোর গলায় রাগের বহির্প্রকাশ ঘটিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। তা দেখে প্রিন্স হ্যারি নাকি ভয় পেয়ে গিয়েছিলেন।