লস অ্যাঞ্জেলস: প্রবল ঝড় (Storms) ও ভারী বৃষ্টির (Rain) জেরে বিপর্যস্ত আমেরিকার ক্যালিফোর্নিয়া (California)। টানা বৃষ্টি ও তুষারঝড়ে অন্তত ৮৫ হাজার বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট পুরু বরফে ঢাকা পড়ে গিয়েছে। সেখানকার আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, এই অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য দায়ী মূলত আর্কটিক থেকে আসা নিম্নচাপ। সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সময়ে এমন ঠাণ্ডা ও ঝড়ের ঘটনা বিরল।
ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগের মতে, লস অ্যাঞ্জেলস-এর ( Los Angeles )দক্ষিণ দিকের কয়েকটি রাস্তা বন্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। জাতীয় আবহাওয়া দফতর শনিবার ফের বৃষ্টি এবং তুষারপাত শুরু হওয়ায় রাজধানী স্যাক্রামেন্টোর বাসিন্দাদের রবিবার থেকে বুধবার পর্যন্ত না বেরোনোর পরামর্শ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার কিছু অংশে এখনও তীব্র তুষারপাত, বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে দেখা গিয়েছে, বৃষ্টি ও বন্যার কারণে অনেক রাস্তা বন্ধ রয়েছে। এদিকে বর্তমান আবহাওয়া গাড়ি নিয়ে বেরোনোর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং সম্ভবত অনেক রাস্তা বন্ধ থাকতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোতে (San Francisco) রবিবার রেকর্ড ঠাণ্ডা পড়তে পারে। স্যাক্রামেন্টো উপত্যকায় ৫০ মাইল এবং সিয়েরা নেভাদা পর্বতমালায় ৭০ মাইল পর্যন্ত বেগে বাতাস বয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷
আরও পড়ুন:Susanta Ghosh: কঙ্কালকাণ্ডে সুশান্তের বিরুদ্ধে নয়া এফআইআর, অভিযোগকারীকে খুনের হুমকি
মার্কিন আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে , যে গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে একের পর এক বৃষ্টি ঝড়ের প্রভাবে নদী ফুলেফেঁপে আছে । এই পরিস্থিতিতে বৃষ্টিপাত চলতে থাকলে নদীর জলস্তর বিপদসীমার উর্ধে যেতে পারে এবং সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হতে পারে । পূর্বাভাসকারীরা বলছেন যে সোমবার ক্যালিফোর্নিয়া অন্তত আরও একটি ঝড়ের সম্মুখীন হবে কারণ প্রশান্ত মহাসাগর থেকে শীতল, ঘন বাতাস প্রবাহিত হচ্ছে।