Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাTeacher Transfer Notification: রাজ্যে শিক্ষক বদলিতে নয়া বিধির বিজ্ঞপ্তি জারি 

Teacher Transfer Notification: রাজ্যে শিক্ষক বদলিতে নয়া বিধির বিজ্ঞপ্তি জারি 

Follow Us :

কলকাতা: ছাত্র-শিক্ষক (Student Teacher Ratio)  অনুপাত বজায় রাখতে বদলি নীতিতে (Transfer Policy) এবার কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের (Education Department)। শিক্ষা দফতর বেশ কিছু বদল ঘটাল শিক্ষক বদলি নীতিতে। নয়া বদলি বিধির বিজ্ঞপ্তি (Notification) জারি করা হল শুক্রবার। সেখানে বলা হল, যে সব স্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম আছে, সেই সব স্কুল থেকে কোনও শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। 
কী কী নিয়ম চালু হল?
ট্রান্সফার  বা বদলির (Teacher Transfer) ক্ষেত্রে যেসব স্কুলে শিক্ষক কম আছে সেই সব স্কুলকে অগ্রাধিকার দেওয়া হবে। ওই সব স্কুলে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে এক্ষেত্রে। যাতে এই শূন্যস্থান (Fillup) দ্রুত পূরণ হয়। 
অনেক স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন। সেখান থেকে বদলির সময় বিশেষ গুরুত্ব দেওয়া হবে সেই জেলার অন্য কোনও স্কুলে কম শিক্ষক থাকলে সেই স্কুলকে। সেরকম কোনও সামঞ্জস্য না হলে শিক্ষা দফতরের জোন বা এলাকা অনুযায়ী বিষয়টিকে দেখা হবে। 

আরও পড়ুন: Indian Relief at Turkey: বীণার তারে প্রাণের উন্মাদনা, তুরস্কে জনপ্রিয় হয়ে উঠেছেন ভারতীয় মহিলা সেনা-ডাক্তার 

যে সব স্কুলে শিক্ষকের ঘাটতি আছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) মাধ্যমে নিয়োগের (Recruitment) জন্য আবেদন (Apply) করা হয়েছে। কিন্তু এখনও নিয়োগ হয়নি। সেখানেও শিক্ষক বদলি করা হবে। এক্ষেত্রে নতুন শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত তারাই কাজটা চালাবে। প্রত্যেক জেলার ডিআই-কে নির্দেশ দেওয়া হল, কোনও স্কুলে শিক্ষক ঘাটতি বা অতিরিক্ত শিক্ষক থাকলে তাদের তালিকা তৈরি করতে হবে।
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (Advocate General) সৌমেন্দ্রনাথ মুখার্জি (Soumendranath Mookherjee) এদিন জানিয়েছেন, আদালতের পরামর্শ মেনে আজ জারি হতে পারে ওই নির্দেশিকা। এক্ষেত্রে নতুন নির্দেশিকা এলেই জেলা স্কুল পরিদর্শকদের দ্রুত সেই নীতি বাস্তবায়নের জন্য তৈরি থাকতে বলতে শিক্ষা দপ্তরের আইনজীবীকে পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 
বেলাগাম শিক্ষক বদলি হওয়ার জেরে রাজ্যের বেশ কিছু স্কুলে খারাপ অবস্থা। শিক্ষকের অভাবে স্কুল ধুঁকছে। আবার প্রয়োজনীয় শিক্ষকের তুলনায় বেশি শিক্ষক আছে এমন ঘটনাও ঘটেছে। যা নিয়ে প্রশ্ন উঠছিল। আদালত এই বিষয়ে উষ্মা প্রকাশ করে শিক্ষা দফতরকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছিল। 

RELATED ARTICLES

Most Popular