কলকাতা: রবিবারও সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে পারবেন না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণে রবিবারও অনুব্রতর বদলে তাঁর আইনজীবী যাবেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দেখা করবেন সিবিআই আধিকারিকদের সঙ্গে।
টানা ১৬ দিন পর এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার সিবিআইয়ের জোড়া নোটিস পান অনুব্রত। প্রথমটি গরু পাচার দ্বিতীয়টি ভোট পরবর্তী হিংসা মামলা। গরু এবং কয়লা পাচার কাণ্ডে শনিবারই তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেই তলব এড়িয়ে যান অনুব্রত। বদলে তাঁর আইনজীবী পৌঁছন নিজাম প্যালেসে।
সেখান থেকে বেরিয়ে অনুব্রতর আইনজীবী বলেন, এখনও পুরোপুরি সুস্থ হননি অনুব্রত। চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন। অক্সিজেন চলছে এই মুহূর্তে কোনও ভাবেই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। চার সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন- Anubrata Mandol CBI: পর পর ছয় বার সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত
এরপরেই আইনজীবী বলেন, রবিবারও হাজিরা দেবেন না অনুব্রত মণ্ডল। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর সরাসরি নাম নেই। এক্ষেত্রে কোর্টের রায় অনুব্রত মণ্ডলের পক্ষেই আছে। সিবিআইকে তদন্তে সবরকম সাহায্যের কথা জানিয়েই অনুব্রতর আইনজীবী বলেন, শারীরিক অবস্থার কারণে আমার মক্কেল এই মুহূর্তে হাজিরা দেওয়ার অবস্থায় নেই।