Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরQuacker Doctor: হাতুড়ে চিকিৎসকদের প্রশিক্ষণ, গ্রামীণ চিকিৎসায় নয়া পদক্ষেপ

Quacker Doctor: হাতুড়ে চিকিৎসকদের প্রশিক্ষণ, গ্রামীণ চিকিৎসায় নয়া পদক্ষেপ

Follow Us :

পুরুলিয়া: গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম একটি স্তম্ভ হল হাতুড়ে ডাক্তার। সময়ে অসময়ে চিকিৎসার জন্য তাঁদের কাছেই ছুটে যান সাধারণ মানুষ। এবার সেই হাতুড়ে ডাক্তারদের স্বীকৃতি দিল জেলা স্বাস্থ্য দফতর। শনিবার গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে জোর দিতে রাজ্যের মধ্যে প্রথম হাতুড়ে চিকিৎসকদের সরকারি স্বীকৃতি দিল জেলা স্বাস্থ্য দফতর। নাম দেওয়া হয়েছে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার। এদিন পুরুলিয়া রবীন্দ্রভবনে একটি স্বাস্থ্য সম্মেলনের এই স্বীকৃতি দেওয়া হয়।

পুরুলিয়া জেলা গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থায় অন্যতম ভরসা গ্রামের হাতুড়ে চিকিৎসক। খাতায় কলমে সরকারি স্বীকৃতি না থাকলেও গ্রামে এনারাই দীর্ঘ দিন ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। বিগত করোনা কালে যখন চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছিল। তখন জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে এই হাতুড়ে চিকিৎসকরাই পরিস্থিতি সামাল দিয়েছিলেন।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতুড়ে চিকিৎসকদের প্ৰশিক্ষণ দিয়ে তাঁদের গ্রামীন স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দেওয়া কথা জানিয়েছিলেন। সেই মতো শনিবার পুরুলিয়া প্রগ্রেসিভ রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলার প্রায় ২১০০ হাতুড়ে চিকিৎকদের এক ছাতার তলায় আনে।

আরও পড়ুন- Durgapur: মাছ চুরিতে বাধা দেওয়ায় দুই মত্তের কোপে হাসপাতালে যুবক

এদিন সেই সংগঠন পরিচালনায় রবীন্দ্রভবনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগ হাতুড়ে চিকিৎসকদের ইনফরমাল নামে সরকারি স্বীকৃতি দেওয়া পরিচয় পত্র তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এমনকি আগামী দিনে তাঁদের সরকরি ভাবে প্ৰশিক্ষণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। গ্রামগুলিতে স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক মতো দিতে পারে তার জন্যই এই চিকিৎসক পাশে দাঁড়িয়েছে এই সরকার।

এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুণালকান্তি দে বলেন, সরকারের যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা ছিল তা দিতে পারছে না। সেই জন্য তাদের স্বীকৃতি দেওয়া হল। এতদিন হাতুড়ে ডাক্তার বলে ডাকা হত। এবার তাদের একটা ভাল নামও দেওয়া হল। এতে চিকিৎসা ব্যস্থাতেই লাভ হবে।

RELATED ARTICLES

Most Popular