কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন (Recruitment Cancellation) ২৫,৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা। বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে ‘অযোগ্য’ প্রার্থীদের ১২% সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আর এবার এই দুর্নীতির প্রতিবাদে পথে নামল এভিবিপি। শুক্রবার কলকাতার সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ দেখান বিজেপি তাঁরা।
উল্লেখ্য, চাকরি বাতিলের রায় সামনে আসার পর থেকেই রাজজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। সেইমতো শুক্রবার বিকাশ ভবন অভিযানে নামে এভিবিপি। তাঁরা বিকাশ ভবনের ভেতর ঢোকার চেষ্টা করলেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। কয়েকজনকে ভ্যানেও তোলে পুলিশ। তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন: সরকার থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি, সুপ্রিম রায়ের পর জানালেন এসএসসির চেয়ারম্যান
বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি প্যানেল সম্পূর্ণভাবে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, যাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে, তাদের চাকরি বাতিল হবে এবং ১২% সুদ সহ বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি, তারা নতুন কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তবে যোগ্য প্রার্থীদের জন্য বয়সসীমা বাড়িয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
দেখুন আরও খবর: