কলকাতা: নিয়োগের চিঠি পেয়েছি, আলোচনা চলছে। সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন এসএসসির চেয়ারম্যান (SSC Chairman Siddhartha Majumdar)। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case Verdict) মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে চাকরি বাতিল প্রায় ২৬ হাজারের (26 Thousand Teaching Non Teaching Staff)। একই সঙ্গে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলেছে আদালত। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumdar) জানিয়ে দিলেন, সরকার থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি। আমরা আলোচনা করছি। এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। এ বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেবে কমিশন।
সুপ্রিম কোর্টে যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের নবম-দশম শ্রেণির শিক্ষক পদে ছিলেন ১২,৯০৫ জন। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে ছিলেন ৫,৭১২ জন। এ ছাড়া, বাকিরা গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে কর্মরত ছিলেন। এর প্রভাব স্কুলগুলির উপর পড়বে। একদিকে মাধ্য়মিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা চলছে। এরমধ্যে চাকরি বাতিল হওয়ায় সময়ের মধ্যে কীভাবে খাতা দেখা শেষ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরিহারাদের মধ্যে যাঁরা এর আগে অন্য কোনও সরকারি দফতরে চাকরি করতেন, তাঁদের তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বের পদে ফিরিয়ে দিতে হবে। শুক্রবার এসএসসির চেয়ারম্যান বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করি সেই বার্তা সরকার থেকে এসেছে। শীর্ষ আদালতের নিয়ম মেনে নিয়োগ হবে। নতুন নিয়োগে যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়সের ছাড় দেওয়া হবে, জানালেন এসএসসির চেয়ারম্যান।
আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা কারা দেখবেন?
এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার আরও বলেন, সরকার থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি। আমরা আলোচনা করছি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। দু’এক সপ্তাহের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তার জন্য আমরা প্রস্তুত। আইনজীবীর সঙ্গে, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে না, জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান। তিনি বলেন, তিনমাস সুপ্রিম কোর্টের রায়ে লেখা নেই। এটা একটা বড় প্রক্রিয়া। এটা তিন মাসের মধ্যে সম্ভব নয়। তাঁর কথায়, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা নিতে হবে। এঁদের মধ্যে নবম-দশমের এক লক্ষ ৪১ হাজার এবং একাদশ-দ্বাদশের দেড় লক্ষ প্রার্থী রয়েছেন। তাঁদের ফলাফল প্রকাশ, অত ইন্টারভিউ নেওয়া, প্যানেল প্রকাশ, প্যানেলের মেয়াদ থাকে তো ১ বছর, ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা. পুরো প্রক্রিয়া কখনই ৩ মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব নয়।”
দেখুন ভিডিও