কলকাতা: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাজভবন (Rajbhawan) অভিযান করল তৃণমূল (TMC)। বৃহস্পতিবার রবীন্দ্রসদন চত্বরে জড়ো হয় তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেখান থেকে মিছিল শুরু হয়। মিছিলে যোগ দেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদেরা। পরে ওই মিছিলে (Procession) যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল করে গিয়ে রাজভবনের সামনে জড়ো হন তৃণমূলের নেতা কর্মীরা। সেখানে মঞ্চ তৈরি করা ছিল। সেখানে বক্তব্য পেশ করেন তৃণমূলের নেতারা।
কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লি গিয়েছিল তৃণমূল। সেখানেই এই রাজভবন অভিযানের ঘোষণা হয়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন চলো মিছিল হয়েছে। মিছিলে ভালো ভিড় দেখা গিয়েছে। যখন মিছিল চলছে সেসময় উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূল জানিয়েছে তাঁরা রাজ্যপালের কাছে সময় চেয়েছিল। কিন্তু রাজ্যপাল জানিয়ে দেন তিনি উত্তরবঙ্গে থাকবেন।
আরও পড়ুন: পুরসভাগুলিতেও হানা ইডির টিমের
মঙ্গলবার রাতে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করে পালিয়ে গিয়েছেন। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। আমরা তাঁর সঙ্গে দেখা করে বাংলার বঞ্চিত মানুষের কথা বলব। যে ৫০ লক্ষ চিঠি নিয়ে এসেছিলাম কেন্দ্রীয় মন্ত্রী তা নেননি। তাই সেই চিঠিগুলি রাজ্যপালকে দেব।
আরও খবর দেখুন