Placeholder canvas

Placeholder canvas
HomeScrollএবার ফেসবুক ব্যবহারেও দিতে লাগবে টাকা

এবার ফেসবুক ব্যবহারেও দিতে লাগবে টাকা

Follow Us :

বিশ্বের অন্নতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফ্রম ফেসবুক (facebook)। যেখানে কোনও রকম অর্থ ছাড়াই অনায়াসে ব্যবহার করা হয়। প্রয়োজন শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের (Internet Connection)। আলাদা ভাবে কোনও খরচ করতে হয় না। তবে এবার এই অ্যাপি ব্যবহার কারীদের জন্য দুঃসংবাদ আনলো মেটা (Meta)। ফেসবুক ব্যবহারেও এখন টাকা খরচ করতে হবে। সেই সঙ্গে মেটার ইনস্টাগ্রামের জন্যও একই ঘোষণা দিলো মেটা (Meta)। তবে সব কিছুর জন্য নয়।

জানানো হয়েছে বিজ্ঞাপন ছাড়া এই দুই অ্যাপই ব্যবহার করতে চাইলে দিতে হবে টাকা। কারণ সম্প্রতি ফেসবুক (Facebook) এবং ইন্সটাগ্রামকে (Instagram) অ্যাড-ফ্রি করে তোলার দাবি জানিয়েছিলেন অনেকেই। বিজ্ঞাপনের জন্য এই দুই অ্যাপ ব্যবহারই করা যায় না বলে অভিযোগ করেন অনেক ব্যবহারকারী। যখন তখন স্ক্রিনের ডান দিক, বাঁ দিক থেকে ভেসে ওঠে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন। কিন্তু তা সম্পূর্ণরূপে বন্ধ করার ব্যবস্থা না থাকায় এক প্রকার বাধ্য হয়ে সেই বিজ্ঞাপন দেখেন ব্যবহারকারীরা। সেই সমস্যার সমাধান এবার খুঁজে বের করল ফেসবুক নিজে।

আরও পড়ুন: রামনগরে ঘোষ বাড়ির পুজোয় এসেছিলেন লর্ড ক্যানিং

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কিছুদিন আগে মাসিক ৫ ডলারের বিনিময়ে একটি সাবস্ক্রিপশন প্ল্যান আনে। যেখানে ব্যবহারকারীরা এই টাকা দিলে তাদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না বলে জানানো হয়।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular