Sunday, August 3, 2025
HomeScrollতৈরি মঞ্চ, একনজরে দুর্গাপুজো কার্নিভালের খুঁটিনাটি

তৈরি মঞ্চ, একনজরে দুর্গাপুজো কার্নিভালের খুঁটিনাটি

Follow Us :

কলকাতা: আকাশে-বাতাসে বিষাদের সুর। উমা পাড়ি দিয়েছে কৈলাশে। আগামী ২৭ অক্টোবর এ বছরের দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja 2023 Carnival)। রেড রোডের (Red Road) পুজো কার্নিভাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি রাজ্যের। রেড রোডে জোর কদমে কাজ চলছে। এবারের কলকাতা পুজো কার্নিভালে মোট ১০১টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করতে চলেছে। তার মধ্যে রয়েছে কলকাতার ৮৮টি ও হাওড়ার ১৩টি দুর্গাপ্রতিমা। আলোকসজ্জা থেকে শুরু করে, কোনও কিছুতে খামতি রাখা চাইছে না পুজোর কার্নিভালে। ২০২২ সালেও এই একই সংখ্যায় পুজো কমিটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে একটি পুজো অংশ না নেওয়ায় ৯৯টি পুজো কার্নিভালে অংশ নেয়। নবান্ন সূত্রের খবর, এখনও পর্যন্ত সব পুজো কমিটিই কার্নিভালে অংশ নেবে বলে জানিয়েছে। তাই ১০১টি পুজো কমিটি ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কার্নিভালের প্রশাসনিক বিধি কী?

শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে পুজো কমিটিগুলিকে রেড রোডের কাছাকাছি আসতে হবে। প্রতিটি পুজো সর্বাধিক তিনটি ট্রেলার বা ট্যাবলো নিয়ে যেতে পারবে। শোভাযাত্রায় সর্বাধিক ৫০ জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য কোনও উপহার আনা বারণ। পাশাপাশি, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। একাধিক রাস্তায় চলবে না গাড়ি। কোন কোন রাস্তা বন্ধ থাকবে, কোন রাস্তায় আংশিক গাড়ি চলবে, বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
২৭ তারিখ রাত ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এজেসি বোস রোড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, রেড রোড লাভার্স লেন দিয়ে প্রতিমাবাহী গাড়ি ছাড়া অন্য় কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। দুপুর ৩টের পর ওই রাস্তা দিয়ে প্রতিমাবাহী গাড়িও চলাচল করতে পারবে না। খিদিরপুর রোডে দুপুর ২টো থেকে আর কোনও গাড়ি চলবে না। শুধুমাত্র কার্নিভালে যোগ দিতে আসা এবং বিদ্যাসাগর সেতু ধরে আসা গাড়ি চলবে এই রাস্তায়।

মঞ্চের উচ্চতা

বিদেশ সফরে গিয়ে পেয়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই এবার কালীঘাট থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেন তিনি। কার্নিভাল উপলক্ষে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে কোনও কর্মসূচিতে যোগদান করবেন। তাঁর পায়ের আঘাতের কথা ভেবে তাঁর বসার মঞ্চের উচ্চতা কম রাখা হচ্ছে। ১৮ হাজার আসন তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে দু’টি মঞ্চও। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। এছড়া অন্য একটি মঞ্চ করা হচ্ছে, যেখানে আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে।

কার্নিভালের পথ

আগামিকাল বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে কার্নিভাল। হেস্টিংসের দিক থেকে পুলিশ-প্রশাসনের নজরদারিতে একে একে রেড রোডে ঢুকবে পুজো কমিটির ট্যাবলোগুলি। রেড রোড হয়ে সেগুলি যাবে ইডেন গার্ডেন্সের দিকে। যাতে সহজে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন সম্ভব হয়। কোনও পুজো কমিটি চাইলে সেখান থেকে ট্যাবলো নিজেদের ঠিক করা ঘাটে বা এলাকায় নিয়ে যেতে পারবেন। সেই ব্যবস্থা করবে পুলিশ প্রশাসনই।

কার্নিভালে পুলিশি ব্যবস্থা

মোট ১২টি জোনে রেড রোডকে ভাগ করা হয়েছে। প্রায় তিন হাজার পুলিশকে মোতায়েন করা হচ্ছে। ডিসি ব়্যাঙ্কের ১৭, এসি ব়্যাঙ্কের ৪৪ ও ৪টি কুইক রেসপন্স টিম থাকবে। পাশাপাশি ৮টি ওয়াচ টাওয়ার, ৬টি পুলিশ অ্যাসিসট্যান্স বুথ এবং ৮টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। কার্নিভালে প্রতিটি পুজোকে প্রদর্শনের জন্য ৫ মিনিট করে সময় দেওয়া হয়েছে। কার্নিভালের পর প্রতিটি পুজো কমিটি প্রতিমা নিরঞ্জনের জন্য যাবে। সে জন্য যান চলাচলের অবস্থা তদারকি করার জন্য থাকবেন একজন করে অ্যাডিশনাল সিপি। একইসঙ্গে আইনশৃঙ্খলা তদারকির জন্য ২ জন করে অ্যাডিশনাল সিপি থাকবেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Aadhar Update | ব্লক করা হল ১ কোটি আধার! কেন? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00
Video thumbnail
SIR Issue | বিহার SIR নিয়ে বাড়ছে সমস্যা, স্বচ্ছতা কমছে, ধোঁয়াশা বাড়ছে, কী কী সমস্যা দেখা যাচ্ছে?
00:00
Video thumbnail
TMC | বাংলাভাষীদের উপর অ/ত্যা/চারের প্রতিবাদ তৃণমূলের কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা?
00:00
Video thumbnail
Neet UG | জামিন পেলেন নিট ইউজি ২০২৪-র প্রশ্নফাঁসের মূল পান্ডা, প্রশ্নের মুখে CBI-র ভূমিকা
08:11
Video thumbnail
Aadhar Update | ব্লক করা হল ১ কোটি আধার! কেন? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
01:47
Video thumbnail
Mamata Banerjee | সোমবার ভার্চুয়াল বৈঠক মমতার, দলীয় সাংসদদের কী পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী?
03:31:13
Video thumbnail
Presidency University | SFI-এর বি/ক্ষো/ভ, এন্ট্রান্সের ফল প্রকাশের দিন ঘোষণা প্রেসিডেন্সির
05:28
Video thumbnail
TMC | বাঙালি বি/দ্বে/ষের চূড়ান্ত নজির, দিল্লি পুলিশের অফিশিয়াল চিঠিতে, কী শাস্তি চায় তৃণমূল?
06:05
Video thumbnail
জনতা যা জানতে চায় | বিহার বাহানা, বাংলা নিশানা?
06:22:45
Video thumbnail
Rahul Gandhi | রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যা/টম বো/ম, 'দেশ চালাচ্ছে অ/বৈ/ধ সরকার'
06:37:06

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39