Saturday, August 23, 2025
HomeScrollসীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ, দায়ী রাজ্য সরকার, অভিযোগ বিজেপির

সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ, দায়ী রাজ্য সরকার, অভিযোগ বিজেপির

কলকাতা: বিধানসভা (Bengal Assembly) গেটের সামনে বিক্ষোভে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। বিজেপি পরিশোধীয় দলনেতা শংকর ঘোষের (Shankar Ghosh) নেতৃত্বে বিক্ষোভ দেখায় দলের সদস্যরা। বিজেপি পরিশোধীয় দলের অভিযোগ রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে। যার জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার।,অভিযোগ, দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বারবার রাজ্য সরকারের (WB State Government) দৃষ্টি আকর্ষণ করা হলেও রাজ্য সরকারের ভূমিকায় উদাসীন বিরোধীরা।

বিজেপি পরিশোধীয় দলনেতা বলেন, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও এরা যে বিএসএফের জন্য রাজ্য সরকার ১ ইঞ্চি জমিয় বরাদ্দ করছে না যার ফলে বিএসএফের কাজের অসুবিধা হচ্ছে। এরাজের বিএসএফ এর বাহিনীর জন্য জায়গার দাবি দীর্ঘদিন করা হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে উদাসীন মানসিকতা দেখানো হচ্ছে।
বিজেপির অভিযোগ সরকারের মদতে পুলিশ প্রশাসনের মদতে অবৈধ রোহিঙ্গারা গুলশান কলোনির মতো জায়গায় বড়সড় রোহিঙ্গা কলোনি গড়ে তুলেছে। যা এদেশের তথা এ রাজ্যের নিরাপত্তার জন্য বিপদজনক। কলকাতার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গাদের দ্বারা যেভাবে একের পর এক ক্রাইম ও কোন ধর্ষণের ঘটনা ঘটছে হচ্ছে যা এ রাজ্যের তথা এদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট বিপদজনক। উদাসীন রাজ্য সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। অভিযোগ বিরোধী দল বিজেপি পরিষদীয় দলের। শহর কলকাতাকে গুলশান কলোনি হতে দিচ্ছি না দেব না। রাজ্য সরকার সব জেনে বুঝেও চোখ ফিরিয়ে আছে।

আরও পড়ুন:সকালে নামল আঁধার, কলকাতা-সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

এবার বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় এই দাবি তোলেন ডাবগ্রাম – ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ রাজ্য সরকার। তাই উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত।

অন্য খবর দেখুন

Read More

Latest News