ওয়েবডেস্ক: ব্রিটেন সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় তিনি কলকাতায় ফিরলেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত নেড়ে তাঁরা স্বাগত জানান। ২২ মার্চ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ২৭ মার্চ ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেন। সফরে বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ সহ শীর্ষস্তরের কেয়কজন আমলা এই সফরে যান।