কলকাতা: রাজ্য পুলিশের নতুন ডিজিপি হলেন বিবেক সহায়। সূত্রের খবর, সোমবার তিন জনের নাম দিতে বলা হয়েছিল রাজ্য প্রশাসনকে। নবান্ন সূত্রে খবর যে তিন জনের নাম জমা দেওয়া হয় তাঁরা হলেন, সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার, রাজেশ কুমার। কিন্তু তাঁদেরকে বাদ দিয়ে নতুন ডিজিপি হলেন বিবেক সহায়।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সে সময় তাঁর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল।
আরও পড়ুন: লোকসভা নির্বাচন হিংসা মুক্ত করতে রাজভবনের তরফে চালু পোর্টাল
প্রসঙ্গত, আর্দশ আচরণবিধি চালু হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (DG Rajeev Kumar) সরিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar Election Commissioner of India)। পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদের সরিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশন (Election Commission) বলেছে, ভোটের কোনও কাজেই রাজীব কুমারকে ব্যবহার করা যাবে না।