কলকাতা টিভি ওয়েবডেস্ক: ‘কলকাতা টিভি ওয়েব’(Kolkata TV Web)-এ খবরের জের, শ্রীনগরের হোটেল থেকে বাঙালি (bengali woman trapped in hotel) মহিলা কে ফিরিয়ে আনল পুলিস। ‘কলকাতা টিভি ওয়েব’-এ খবরের জেরে শ্রীনগরের (Srinagar hotel) হোটেলে আটকে থাকা অসহায় বাঙালি মহিলা আনন্দিতাকে উদ্ধারের (Rescued trapped bengali woman)পর অবশেষে কলকাতায় নিয়ে এসে তাকে নিউটাউনের বাড়িতে পৌঁছে দিল পুলিস। বৃহস্পতিবার গভীর রাতে তাকে বিশেষ বিমানে শ্রীনগর থেকে দমদম বিমানবন্দরের নিয়ে আসা হয়। এরপর তাকে নিউটনের বাড়িতে ফিরিয়ে দেয় নিউটাউনের টেকনো সিটি থানার পুলিস।
এ বিষয়ে পুলিসের সঙ্গে যোগাযোগ করে সমস্ত রকম ব্যবস্থা করে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা বিধান নগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। মেয়ে বাড়িতে ফিরে আসায় স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অথর্ব বৃদ্ধা মা মীনা দে। শুক্রবার তিনি জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কলকাতা টিভি ওয়েব, পুলিশ এবং তাপস চট্টোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন Exclusive: শ্রীনগরের হোটেলে টানা দেড় মাস ধরে ‘বন্দি’ অসহায় বাঙালি মহিলা, নির্বাক পুলিশ প্রশাসন!
মানসিক ভারসাম্যহীন ডিভোর্সি মেয়েকে নিয়ে নিউটাউনে একাই থাকেন মা মীনা দেবী। দেড় মাস আগে আচমকাই নিখোঁজ হয়ে যান মেয়ে আনন্দিতা। পরে তিনি ফোন করে মাকে জানান, আমি শ্রীনগরের একটি হোটেলে আছি। আমি আর ফিরে যাব না। কিছুটাকা তুমি আমাকে গুগল পের মাধ্যমে পাঠাও। হোটেলের বিল মেটাবে হবে।
মীনা দেবী একজন পরিচিত এর মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে দেখেন, আনন্দিতার মোবাইল ফোন ডিএক্টিভ হয়ে গিয়েছে। এরপর সেই হোটেলের ম্যানেজার শ্রীনগর থেকে তাকে ফোন করে জানান, কাশ্মীরের অবস্থা ভালো না। যেকোনো সময় পুলিস হোটেল সিল করে দিতে পারে। হোটেল থেকে সমস্ত লোকজন বেরিয়ে যাচ্ছে। আপনি আপনার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যান।
আরও পড়ুন সুস্থ হয়ে উঠলেন দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তি, রয়েছেন কোয়ারেন্টিনে
সেই কথা শুনে দুশ্চিন্তায় পড়েন মিনা দেবী। খবর দেন টেকনো সিটি থানায়। থানা থেকে পুলিশ বাড়িতে এসে সমস্ত কথা শোনে। কিন্তু তারপর আর কোন উদ্যোগ প্রথমের দিকে তারা নেয়নি। বাধ্য হয়ে বিষয়টি মিনা দেবী জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়কে। এরপর এই খবর বিস্তারিতভাবে প্রকাশিত হয় কলকাতা টিভি ওয়েবে। তারপরেই নড়েচড়ে বসে বিধান নগর সিটি পুলিস। শ্রীনগর গিয়ে নন্দিতা কে উদ্ধার করার জন্য টেকনো সিটি থানার পুলিসকে নির্দেশ দেন বিধান নগর সিটি পুলিসের কর্তারা। অবশেষে মানসিক উৎকণ্ঠার অবসান। শ্রীনগর থেকে আনন্দী তাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিস।