কলকাতা: বাংলা থেকে বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে। তবে পুজোর মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের খবর দিচ্ছে আবহাওয়া দফতর। সেই ঘূর্ণাবর্ত এবারে নিম্নচাপে পরিণত হতে পারে। . যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি নামতে পারে মহানবমী থেকে। তবে ষষ্ঠী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণ বায়ুর জায়গায় উত্তরে হাওয়া বইতে শুরু করেছে। যার জেরে বৃষ্টি না হওয়ার কারণে যে ভ্যাপসা গরম তার থেকে বেশ খানিকটা মুক্তি মিলবে। পুজো শেষ হতে হতে বেশ খানিকটা ঠান্ডা অনুভূত হবে।
আজ থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে নবমী থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। চাকলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর। তবে বৃষ্টি বেশি হবে দশমীর দিন।
আরও পড়ুন: কেমন যাবে মহাপঞ্চমী? দেখেননি এক নজরে
হাওয়া অফিস জানিয়েছে, দশমীতেও ওই ছ’টি জেলা ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। সে দিন বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। দক্ষিণের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দশমীতে। নবমীতে বৃষ্টির সম্ভাবনা তুলনায় অনেক কম (মাত্র ৩০-৪০ শতাংশ)। তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনাও বেশ কম।
দেখুন আরও খবর: