কলকাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে গোলমাল হতে পারে বলে আশঙ্কা ইডির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেকের করা মামলার শুনানিতে এই আশঙ্কা প্রকাশ করা হল। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু আদালতে জানান, এর আগে কলকাতায় সিবিআই অফিসারদের ঘেরাও করার মতো ঘটনা ঘটেছে। অভিষেক যেহেতু প্রভাবশালী রাজনীতিবিদ, সেহেতু এ ধরনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।মামলার পরবর্তী শুনানি ১৭ মে।
শীর্ষ আদালত ইডির আইনজীবী রাজুর কাছে জানতে চেয়েছিল, দিল্লির পরিবর্তে কলকাতায় কেন অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে করতে চাইছে না ইডি। তাঁর জবাবে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল বলেন, কলকাতায় সিবিআই অফিসারদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন।আবেদনবকারী (অভিষেক) প্রভাবশালী রাজনীতিক। এটা মাথায় রাখতে হবে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আশঙ্কার প্রেক্ষিতে আদালত জানায়, তাঁরা এ ব্যাপারে কলকাতা পুলিসকে সাহায্য করার জন্য নির্দেশ দিতে পারে। এর জন্য রাজ্য সরকারের সমস্ত দায় থাকবে। আদালতের মৌখিক নির্দেশ, ৭২ ঘণ্টার আগাম নোটিস পেলে তাঁরা কলকাতা পুলিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলবে। সুপ্রিম কোর্ট আরও জানতে চায় , ইডি কি অভিষেকদের অভিযুক্ত হিসেবে তলব করেছে? অ্যাডিশনাল সলিসিটার জেনারেল জবাব দেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময় চান। শীর্ষ আদালত মঙ্গলবার পর্যন্ত মামলা স্থগিত রাখে। তাদের মৌখিক নির্দেশ, এই সময় পর্যন্ত তদন্তকারী সংস্থা আবেদনকারীদের বিরুদ্ধে কোনওরকম কড়া ব্যবস্থা নিতে পারবে না।
ইডি জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকদের বার বার দিল্লিতে তলব করছে। এর বিরুদ্ধে অভিষেক দিল্লি হাইকোর্টে আবেদন করেছে। দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেওয়ায় অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এদিন সেই মামলারই শুনানি ছিল।
আরও পড়ুন Cyclone Asani: শক্তি ক্ষয় করে অশনি শুধুই নিম্নচাপ, অন্ধ্র-ওডিশায় চলছে টানা বৃষ্টি
আরও পড়ুন Underground House: ইউটিউব দেখে ‘পাতালঘর’ তৈরি করল বর্ধমানের গ্রামের কিশোররা