Thursday, August 14, 2025
Homeজেলার খবরTorching police vehicle: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোয় বেলডাঙার বিজেপি কর্মী...

Torching police vehicle: নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোয় বেলডাঙার বিজেপি কর্মী চিহ্নিত

Follow Us :

বেলডাঙা:  বিজেপির (BJP)নবান্ন অভিযানের(Nabanna rally) দিন পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় বেলডাঙার(beldanga) এক যুবককে চিহ্নিত করল পুলিশ। বেলডাঙা পুরসভার(beldanga municipal corporation) ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (BJP councillor)সান্ত্বনা ঘোষের(Santana Ghosh) ছেলে রনি ওরফে শুভদীপ ঘোষকে(Shubhodeep Ghosh) মঙ্গলবার কলকাতার মহাত্মা গান্ধী রোডে পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল(viral video) হয়ে যায়। বেলডাঙা থানার পুলিশ শনিবার তাদের বাড়ি যায়।

রনির মা অবশ্য দাবি করেন, ছেলে গত ১৫দিন ধরে বাড়িতেই নেই। ছেলে কোথায়, তাও তিনি জানেন না। স্থানীয় তৃণমূল নেতৃত্ব(TMC) অবিলম্বে রনিকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন। তবে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, রনি ওই ঘটনায় জড়িত নয়। দলের জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, রনিকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল এবং পুলিশ।

আরও পড়ুন: পুলিশকে মারলে কি তারা হাত গুটিয়ে বসে থাকবে, প্রশ্ন ফিরহাদের

নবান্ন অভিযানের দিন রনি যে ট্রেনে চেপে কলকাতায় আসে, তারও ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রনি ডুবকি বাজিয়ে তৃণমূলের বিরুদ্ধে আর সকলের সঙ্গে স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় কলকাতা পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। অভিযানের দিন পুলিশকে মারধর কিংবা পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় আরও কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ। রনির বাড়িতে অবশ্য এদিন গিয়ে পুলিশকে নিরাশ হতে হয়। অফিসাররা তার মাকে জিজ্ঞাসাবাদ করেন।

RELATED ARTICLES

Most Popular