কলকাতা: সিবিআইয়ের (CBI) টিম শুক্রবার চার জায়গায় অভিযান চালালো। নদীয়ার (Nadia) তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস(Tapas Saha) সাহা ছাড়াও তাঁর ঘনিষ্ঠ তিনজনের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।একটি টিম যায় প্রবীর কয়ালের বাড়ি। প্রবীর তাপসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। একটি টিম যায় প্রবীরের ভাই শ্যামল কয়ালের বাড়ি। একটি টিম সুনীল মন্ডলের বাড়ি। শিবগঞ্জ গাদিয়াড়া বাসস্ট্যান্ডের কাছে এই তল্লাশি চলে। প্রবীর কয়াল আগে রাজ্যের এসিবির হাতে গ্রেফতার হয়েছিল। সিবিআই সূত্রে খবর, সুনীল মন্ডল সাব এজেন্ট। প্রবীরের নাম করে টাকা তুলত।
সিবিআই এর একটি টিম তাপস সাহাকে গাড়িতে করে নিয়ে যায় ডক্টর ব্যতাই বিআর আম্বেদকর কলেজে। ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি তাপস।তেহট্টের (Tehatta) তৃণমূল বিধায়ক (MLA) তাপস সাহার (Tapas Saha) বাড়িতে শুক্রবার সিবিআইয়ের সাত সদস্যের প্রতিনিধি দল যায়। সেখানে তদন্তকারীরা তাঁর মোবাইল (Mobile) বাজেয়াপ্ত করেন। নিয়োগ দুর্নীতি মামলায় ১৮ এপ্রিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৫টি গাড়িতে এদিন তাপসের বাড়িতে যান তদন্তকারীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force)। বিধায়কের কার্যালয়, বাড়ির সদর দরজা তালাবন্ধ করে দেওয়া হয়। তাপসের মোবাইল খতিয়ে দেখা হয়। মেসেজিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন: Aparupa Poddar | শুভেন্দু এবং তরুণজ্যোতিকে আইনি নোটিস অপরূপার
তাপসকে এদিন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অভিযানের সময় বাড়ি লাগোয়া বিধানসভা কার্যালয়ে ছিলেন তাপস। তাঁকে ডেকে নেওয়া হয়। এদিন সিবিআই তল্লাশিতে ছিলেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। তাপসের ২টি আলমারি খোলা হয়। তবে তাপস সাহা বলেন, তদন্তে সবরকম সহযোগিতা করছি এবং করব। তাপসের নিরাপত্তারক্ষীকেও এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।