skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাAnubrata Mondal: অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল জেলে সিবিআই

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল জেলে সিবিআই

Follow Us :

কলকাতা: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদ করতে আসানসোল বিশেষ সংশোধনাগারে গেল সিবিআই (CBI) টিম। বৃহস্পতিবার সকালে আসানসোল সংশোধনাগারে (Asansol Jail) পৌঁছয় সিবিআইয়ের এক আধিকারিক। প্রায় ঘন্টা খানেক অনুব্রতকে জেরা করার পর বেরিয়ে যায় ওই আধিকারিক। প্রায় ২৯ দিন আগে উদ্ধার হওয়া ১১৫ টি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেষ্টর কী যোগ রয়েছে? পাশাপাশি ব্যাংকের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যে যোগাযোগ আছে সেই তথ্য সম্পর্কে  জানতে চায় সিবিআইয়ের আধিকারিক। এছাড়া আরও নতুন তথ্যের সন্ধানে আসানসোল সংশোধনাগারে সিবিআই অনুব্রতকে কে জেরা করে বলে জানা গিয়েছে। 

প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন  ১১৫ টি  অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করার হদিস পেয়েছে সিবিআই। তার বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরা হয় ওই দিন।এদিন সিবিআইয়ের দাবি, এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের প্রত্যেকেরই অবশ্য দাবি, অ্যাকাউন্টগুলি তাঁদের খোলা নয় এবং টাকাও তাঁদের নয়।

আরও পড়ুন: Weather Updates: সপ্তাহান্তে কি শীতের বিদায়? কী বলছে হাওয়া অফিস

৩ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। তার ১৪ দিন জেল হেফাজত হয়। ১৭ তারিখ অর্থাৎ আগামীকাল তাকে আবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। তার আগে অনুব্রতকে সিবিআইয়ের এই জিজ্ঞাসাবাদ তদন্তে নতুন মোড় আনবে কি না তা সময় বলবে।

RELATED ARTICLES

Most Popular