Sunday, August 17, 2025
HomeদেশMadhya Pradesh police: ছাত্রী সেজে ৩ মাস কলেজে, ব়্যাগিং চক্রের পর্দাফাঁস করলেন...

Madhya Pradesh police: ছাত্রী সেজে ৩ মাস কলেজে, ব়্যাগিং চক্রের পর্দাফাঁস করলেন তরুণী পুলিশ

Follow Us :

ভোপাল: ছিপছিপে গড়নের, গায়ের রং মোটামুটি ফর্সাই বলা চলে। হাসিখুশি, চলনেবলনে সপ্রতিভ। ফলে যে কোনও সহপাঠীই হোক বা কলেজের অন্যান্য পড়ুয়ার একচোখে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। নিয়মমাফিক রোজ আসতেন কলেজে, কাঁধেতে ঝোলানো ব্যাগ। তাতে বইপত্রও থাকত। বন্ধুবান্ধব পাতিয়ে নিতেন সহজেই। তাঁদের সঙ্গে গল্প-হাসি-মশকরা সবই চলত। ক্যান্টিনে চায়ের কাপে তুফান তোলা তর্ক, এমনকী কলেজ কেটে সিনেমাও যেতেন। কিন্তু, কে জানত! আসলে তিনি একজন মহিলা পুলিশ কনস্টেবল (Woman Cop)। যাঁর অভিনয়-নৈপুণ্যেই ধরা পড়েছে ব়্যাগিং (Ragging) চক্র।

ঠিক তাই। শালিনী চৌহান (Shalini Chouhan)। বয়স ২৪। মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore, Madhya Pradesh) পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করেন। বহুদিন ধরেই অভিযোগ আসছিল, শহরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে (Mahatma Gandhi Memorial Medical College) ব়্যাগিং বাড়াবাড়ি মাত্রায় চলে গিয়েছে। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের উপর চলে রসিকতার নামে নির্মম নির্যাতন। সেই রহস্য ও চক্রকে ফাঁস করতেই ছদ্মবেশ ধরেন শালিনী। প্রায় ৩ মাস ধরে ছাত্রী সেজে তিনি ১১ জন সিনিয়র স্টুডেন্টকে চিহ্নিত করেন। যারা নবাগত পড়ুয়াদের উপর অমানুষিক অত্যাচার চালাত। তাঁর এই তদন্তের সাফল্যেই ওই ছাত্রদের তিন মাসের জন্য মেডিক্যাল কলেজ থেকে সাসপেন্ড ও হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Gujarat CM Oath Taking:গুজরাতে ভূপেন্দ্র প্যাটেলের দ্বিতীয় ইনিংস, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন

এই ছদ্মবেশী অভিযান সম্পর্কে শালিনী চৌহান এবং তাঁর উপরওয়ালা পুলিশ অফিসার তেহজিব কাজি বলেন, ব়্যাগিং নিয়ে তাঁরা বেশ কিছু অভিযোগ পাচ্ছিলেন। কিন্তু, কেউই লিখিত অভিযোগ দায়ের করেননি। কিংবা কারা করছে, তাদের নাম বলতে চাননি। প্রথম বর্ষের পড়ুয়াদের নৃশংস অত্যাচার করা হতো। শারীরিক ও মানসিক নির্যাতন ছাড়াও যৌন হেনস্তা করা হতো।

কাজি বলেন, আমরা অনেকবার তদন্তে কলেজে গিয়েছি। কিন্তু, উর্দি দেখে কেউ মুখ খুলতে চাইত না। তাদের মধ্যে ভয় কাজ করত। আমরা অভিযোগকারীদের ফোন নম্বর ট্রাক করার চেষ্টা করেও পারিনি। কারণ হেল্পলাইন নম্বরে সেই সুবিধা থাকে না। তখন আমরা আদ্দিকালের পুরনো পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা করি, আর সেটা হল চরবৃত্তি। কাজি আরও বলেন, শালিনী ও অন্য দু-একজন কনস্টেবলকে তখন কলেজে ঘোরাফেরা করার জন্য বলা হয়। ওরা সাধারণ কলেজ গার্লের পোশাকে সেখানে যেতে শুরু করে। শালিনী অন্য পড়ুয়াদের মতোই সেখানে যেত, গল্প করত, ক্যান্টিনে বসত, ঘুরতে যেত। তখনই নবাগতদের কাছ থেকে জানা যায়, কারা ব়্যাগ করে, কীভাবে করে। এভাবেই এই রহস্য টেনে বের করে আনা হয়।

শালিনী বলেন, তাঁর চাকরি জীবনে এটা পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা। আমি রোজ কলেজে যেতাম। অন্যদের বিশ্বাস অর্জনের জন্য তাদের সঙ্গে মিশতাম। আস্তে আস্তে ওরা আমাকে বিশ্বাস করে সব কথা বলতে শুরু করে। তখনই জানা যায়, এই চক্রের পিছনে কাদের হাত রয়েছে। কেউ তাঁকে কোনওদিন সন্দেহ করেনি? এর জবাবে তিনি বলেন, মাঝেমাঝে প্রশ্ন করত, তখন আমি টপিক চেঞ্জ করে দিতাম, হেসে জবাব দিলেন শালিনী।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36