কুয়লালামপুর: দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি মালেয়েশিয়াতে ফের রাজনৈতিক অস্থিরতা?
শনিবার সেখানকার সাধারণ নির্বাচনে কোনও দেশই একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল সরকার গড়ার জন্য তাঁদের স্বপক্ষে দাবি পেশ করেছে। কিন্তু, কাদের সঙ্গে কার জোট হবে সেই বিষয়ে পরিষ্কার করে রবিবার পর্যন্ত কেউ কোনও তথ্য দিতে পারেনি। মালয়েশিয়ার (Malaysia) বিরোধী দলনেতা (opposition leader) আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন, তাঁরা সরকার (Government) গড়তে চলেছেন। আনোয়ারের বক্তব্য, ২১৯ আসনের মধ্যে তাঁদের পক্ষে অন্তত ১১১টি আসন আছে। আবার মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ( Ex Prime Minister) মুহাইদ্দিন ইয়াসিন জানিয়েছেন, তিনিও যৌথ সরকার গড়ার দাবিদার। ইয়াসিন পেরিকাতান ন্যাশনাল গ্রুপের প্রধান। তাঁর বক্তব্য, যে কোনও দলের সঙ্গে সরকার গড়তে তাঁরা রাজি। কারা তাঁর সঙ্গে জোটে আসবেন সেই বিষয়ে ধোঁয়াশা রেখে আনোয়ার জানিয়ে দেন, তিনি সরকার গড়তে চলেছেন।
ভোটে আনোয়ারের পাকাতন হারাপন গ্রুপ ৮২টি আসন পায়। মুহাইদ্দিন ৭৩টি আসনে জয় পেয়েছে। জেলবন্দী নেতা নাজিব রাজাকের ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশন ৩০টিরও কম আসন পেয়েছে। বার্নেও আইল্যান্ডের সারাবক ও সাবার মতো ছোট দলগুলি এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মহম্মদ (৯৭) এই নির্বাচনে পরাজিত হন।
আরও পড়ুন: Harvinder Singh Rinda: ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গির মৃত্যু পাকিস্তানে, ড্রাগ ওভারডোজই কারণ
মালয়েশিয়ায় দুর্নীতি দূর করার দাওয়াই দিয়ে ভোটে লড়েছিল আনোয়ার। নুরুল হাজওয়ানি ফিরদন নামে সেখানকার বছর কুড়ির এক বাসিন্দা জানান, আমরা স্থায়ী সরকার চাইছি। এবছর মালয়েশিয়ায় ভোট দেওয়ার বয়স কমিয়ে ২১ থেকে ১৮ বছর করা হয়।